Uttarakhand Bridge Collapse | উত্তরাখণ্ডে জলের স্রোতে চুরমার আস্ত কংক্রিটের সেতু! যোগাযোগ বিচ্ছিন্ন ধারালী
Thursday, August 7 2025, 3:42 am
Key Highlightsধস আর জলের তীব্র স্রোতে চুরমার হয়ে গেল আস্ত কংক্রিটের সেতু। বুধবার উত্তরাখণ্ডের গঙ্গওয়ানির ঘটনা।
লাগাতার বৃষ্টিতে জেরবার দেবভূমি উত্তরাখন্ড। গতকাল উত্তরকাশীতে ধসের কবলে পড়েছিল সেনা ছাউনি। এবার উত্তরাখণ্ডের গঙ্গওয়ানিতে ধস আর জলের তীব্র স্রোতে চুরমার হয়ে গেল আস্ত কংক্রিটের সেতু। এ দুর্ঘটনার ভিডিও সামনে আসতেই দেখা গিয়েছে একদিকের সিমেন্টের পিলারটুকুই শুধু অক্ষত অবস্থায় রয়েছে। ৫০ কিলোমিটার দীর্ঘ এই সেতু উত্তরকাশী ও ধারালীকে সড়ক পথে জুড়েছিল। ফলে আপাতত সড়ক পথে ধারালী সম্পূর্ণ বিচ্ছিন্ন। নিখোঁজ একাধিক। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আকাশপথে ত্রাণ পাঠাচ্ছে উত্তরাখন্ড সরকার।
- Related topics -
- দেশ
- উত্তরাখণ্ড
- উত্তরাখন্ড
- ভূমিধস
- বন্যা
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

