কালীপুজোর আগেই কি আঘাত হানবে সাইক্লোন সিতরাং? একনজরে জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস
দীপাবলির আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। ২০ অক্টোবর নিম্নচাপ তৈরি, তারপর তা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়।
শেষ পর্যন্ত যদি বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়, তার নাম হবে সিতরাং। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে, আদৌ পড়বে কিনা, তা নিয়ে এখনই কোনও পূর্বাভাস দিতে নারাজ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কালী পুজোয় বাংলার আবহাওয়ার পূর্বাভাস আলাদা করে দেওয়া হবে।
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, এখনই এই ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন আখ্যা দেওয়া হচ্ছে না
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরির কথা বলা হচ্ছিল, তা এদিন তৈরি হয়েছে। ২০ অক্টোবর নাগাদ তা একটি নিম্নচাপে পরিণত হবে। এবং ২১ তারিখে তা সুস্পষ্ট নিম্নচাপ এবং ২২ অক্টোবর গিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এখনও পর্যন্ত এর গতিবিধি সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, তা প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম মুখী।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে, এটা যেমন ঠিক, তবে এখনই সুপার সাইক্লোন নিয়ে কোনও কথাই বলা হচ্ছে না। কেননা এখনও প্রচুর সময় রয়েছে। এর মধ্যে আবহাওয়ার নতুন আপডেটও পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষের কাছে আইএমডির পূর্বাভাসের ওপরে ভরসা রাখতে অনুরোধ করা হয়েছে। কালীপুজো এবং দিওয়ালির আবহাওয়া নিয়ে স্পেশাল বুলেটিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- ঘূর্ণিঝড়
- সাইক্লোন
- বঙ্গোপসাগর
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- আলিপুর আবহাওয়া দপ্তর
- নিম্নচাপ
- সিতরাং