Weather in WB | কালবৈশাখী- শিলাবৃষ্টি কলকাতা সহ অনেক জেলায়, আরও বৃষ্টিপাতের আভাস!

Thursday, April 27 2023, 2:27 pm
highlightKey Highlights

বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি! কালবৈশাখীর সঙ্গে হল শিলাবৃষ্টিও! রবিবার ফের বৃষ্টিপাতের আভাস!


বিকেলে হঠাৎ বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা। শিলাবৃষ্টি (Hail rain) হয়েছে রাজ্যের একাধিক জেলাতেও। বুধবার সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেলেও এদিন বিকেলে আচমকা বৃষ্টিতে সস্তি পেল কলকাতা (kolkata) সহ একাধিক জেলা। ফের সপ্তাহ শেষে বজ্রবিদ্দুৎ সহ বৃষ্টির আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হঠাৎ বৃষ্টিতে ভিজলো কলকাতা সহ একাধিক জেলা 
হঠাৎ বৃষ্টিতে ভিজলো কলকাতা সহ একাধিক জেলা 

তীব্র তাপ ও গরম আবহাওয়ায় নাজেহাল অবস্থায় ছিল বঙ্গবাসী। তাপমাত্রা ও তাপপ্রবাহ এতটাই বেড়ে গিয়েছিল যার ফলে কমলা সতর্কতা (orange alert) জারি করা হয় পশ্চিমবঙ্গে। তবে দিন কয়েক আগেই ঝড় ও দু এক পশলা বৃষ্টিতে (Rain) কমেছিল তাপমাত্রা। কিন্তু ফের ঘুরে বুধবার থেকে গরম! তবে বৃহস্পতিবার বিকেলে সস্তি দিল আবহাওয়া। বিকেলে হঠাৎ করেই গোটা আকাশ ঢেকে যায় কালো মেঘে, শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপরেই ঝমঝমিয়ে বৃষ্টি। 

Trending Updates
শিলাবৃষ্টি হয়েছে বীরভূমে
শিলাবৃষ্টি হয়েছে বীরভূমে

কলকাতা ছাড়াও সস্তি পেয়েছে বেশ কয়েক জেলা। কালবৈশাখীর তাণ্ডব চলে মেদিনীপুর (midnapore)সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে বীরভূমে (birbhum)। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা (south and north 24 parganas) থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, (west midnapore) নদীয়া (Nadia), দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই হয়েছে বৃষ্টিপাত।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা 
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা 

আলিপুর আবহাওয়া দফতর (alipore weather office) সূত্রে খবর, আগামী ৫ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাত সামান্য হলেও ২৯তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়বে দুই বঙ্গেই। শনিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে অসস্তিকর গরম এখনই পড়ছেনা বলেও আশ্বাস হওয়া দফতরের।

সপ্তাহ শেষে বৃষ্টিপাতের আভাস
সপ্তাহ শেষে বৃষ্টিপাতের আভাস

অন্যদিকে, শুক্রবার থেকে কলকাতায় সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রবিবার হতে পারে শিলাবৃষ্টি। জানা গিয়েছে, রবিবার কলকাতায় বজ্রবিদ্দুত সহ বৃষ্টিপাত হতে পারে। তীব্র গরমের পর অবশেষে শান্তি পেতে চলেছে বঙ্গ। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের আভাস দিল হওয়া দফতর। যার ফলে কমবে তাপমাত্রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File