Gaganyaan Mission | মানুষের আগে মহাকাশে রোবট 'ব্যোমমিত্র'কে পাঠাবে ইসরো! গগনযান মিশন নিয়ে বড় পদক্ষেপ শীঘ্রই!

Tuesday, February 6 2024, 3:08 pm
highlightKey Highlights

ইসরোর পরবর্তী মিশন গগনযানের লক্ষ্য নভ্যোশ্চর পাঠানো। তবে তার আগে মহিলা রোবটকে মহাকাশে পাঠাতে চলেছে ইসরো।


২০২৩ সালে চন্দ্রযান ৩ সাফল্য পাওয়ার পর একের পর এক ইসরো নতুন মিশন (ISRO new mission) এ পারি দিচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর ২০২৪ (2024) সালে সফল হয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১ (Aditya L1) এর যাত্রা। এবার ইসরোর পরবর্তী মিশন (next ISRO mission) এর লক্ষ্য নভ্যোশ্চর পাঠানো। তবে তার আগে মহাকাশে পৌঁছে যাবে মহিলা রোবট,ব্যোমমিত্র (Vyommitra)!

Trending Updates

বিগত কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় রকেটের গতিতে উত্থান হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর। একের পর এক মিশনে নতুন অধ্যায়ের সূচনা করছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর পরবর্তী মিশন (next ISRO mission) গগনযান (Gaganyaan) নিয়েও নতুন ইতিহাস লিখবে ভারত। ইসরো সূত্রে খবর, শীঘ্রই মহিলা রোবট ব্যোমমিত্র (Vyommitra)কে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রয়ী মন্ত্রী জিতেন্দ্র সিং রবিবার জানিয়েছেন, ক্রু বিহীন ব্যোমমিত্র মিশনটি এই বছরের তৃতীয় ত্রৈমাসিকের জন্য নির্ধারিত হয়েছে। অর্থাৎ ২০২৪ (2024) এর শেষের দিকে ব্যোমমিত্রকে পাঠানো হবে মহাকাশে। সব ঠিক থাকলে নভ্যোশ্চরবাহী গগনযান (Gaganyaan) মিশন তথা ভারতীয় মহাকাশচারীদের বহনকারী দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান উড়বে ২০২৫ সালে।


উল্লেখ্য, ইসরো নতুন মিশন (ISRO new mission) গগনযান মিশনে ৪০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশে পাঠানো হবে তিন মহাকাশচারীকে। মহাকাশে পাঠানোর তিনদিন পর ওই মহাকাশযান ভারত মহাসাগরে অবতরণ করবে। গত বছর অক্টোবর মাসে গগনযান মিশনের প্রথম টেস্ট ফ্লাইটের সফল পরীক্ষা চালিয়েছে ইসরো। দ্বিতীয় ধাপে পাঠানো হবে ব্যোমমিত্র নামে এই যন্ত্রমানবী। ইসরোর রোবট, ব্যোমমিত্রের অর্থ দু'টি সংস্কৃত শব্দ ব্যোম ও মিত্র সহযোগে গঠিত। 'ব্যোমে'র অর্থ মহাকাশ আর 'মিত্র' অর্থ বন্ধু। অর্থাৎ মহাকাশে বন্ধু।

ইসরোর গগনযান মিশনের চলমান প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গেলে উল্লেখ করতে হবে এটি হবে ইসরোর প্রথম মনুষ্যবাহী মিশন। তবে মানুষের আগে এই রোবটটিকে প্রথমে মহাকাশে পাঠানো হবে। মহিলাকে রোবটটিকে মানুষের রূপ দেওয়া হয়েছে। মানুষের মতো চোখ, নাক, মুখ, হাত, শরীর রয়েছে এই রোবটের। এই রোবোটকে আগে পাঠানো হবে যাতে সেটি প্যারামিটারগুলি পর্যবেক্ষণ করতে পারে, সতর্কতা জারি করতে পারে, চালাতে পারে লাইফ সাপোর্ট অপারেশন। সর্বাধিক প্রাধান্য মহাকাশচারীদের নিরাপত্তা। তাই তাঁদের পাঠানোর আগে খতিয়ে দেখে নেওয়া হবে নিরাপত্তা ব্যবস্থা।


প্রসঙ্গত, একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সব ব্যবস্থা ঠিক মতো কাজ করছে কি না তা যাচাই করে নেওয়া হবে যাতে চূড়ান্ত মিশনের সময় কোনও প্রকার অসুবিধার সম্মুখীন না হন মহাকাশারীরা। ব্যোমমিত্রকেও পাঠানো হবে সেই স্বার্থেই। মানুষের যাওয়ার আগে সে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আসবে। ইসরো সূত্রে জানা গিয়েছে, এই মহিলা রোবটটি ছয়টি প্যানেল পরিচালনা করতে ও প্রশ্নের উত্তর দিতে সক্ষম। মহিলা রোবটটি মহাকাশচারীদের মতো কাজ করবে। প্রয়োজনীয় নির্দেশনা বুঝতেও সক্ষম। গ্রাউন্ড স্টেশনে বিজ্ঞানী ও দলের সঙ্গে যোগাযোগ ও বার্তা পাঠাতে সক্ষম ইসরোর মহিলা রোবট ব্যোমমিত্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File