Consensual Sex: পাঁচ বছর ধরে স্বেচ্ছায় সহবাস কখনও 'ধর্ষণ' নয়, জানাল আদালত

Monday, March 13 2023, 11:56 am
highlightKey Highlights

পাঁচ বছর ধরে সহবাসের ঘটনাকে 'ধর্ষণ' বলে মানতে নারাজ কর্ণাটক আদালত।


সম্প্রতি এক মহিলা কর্ণাটক আইনের দ্বারস্থ হয়েছিলেন। সেই মহিলা তথা তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা বেঙ্গালুরুর এক বাসিন্দার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ করেছেন। কিন্তু পরে তাঁদের সেই সম্পর্কও ভেঙে দেন ওই বাসিন্দা। অতঃপর সেই মহিলা আইনের সাহায্য চান। 

Intimacy Relation
Intimacy Relation

এমতাবস্থায় কর্নাটক হাই কোর্ট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে টানা পাঁচ বছর ধরে সহবাসের ঘটনাকে 'ধর্ষণ' বলতে নারাজ। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে যুবতীর আর্জি খারিজ করে হাই কোর্টের পর্যবেক্ষণ, দু'এক বার নয়, ঠিক পাঁচ বছর ধরে সহবাস হয়েছে। ফলে তাতে দু’পক্ষেরই সম্মতি ছিল। তাই এই ঘটনাকে কখনই ধর্ষণের সংজ্ঞা দেওয়া যায় না।

Trending Updates
High Court of Karnataka
High Court of Karnataka

এক, দুই বা তিন বার নয়। কয়েক দিন বা মাসের কথাও বলা হচ্ছে না। এখানে বছরের পর বছর ধরে, সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে, পাঁচ বছর ধরে এমন (সহবাস) হয়েছে। ফলে বলা যায় না যে, যুবতীর সম্মতি না নিয়ে পাঁচ বছর ধরে তাঁকে ধর্ষণ করা হয়েছে। দু’জনের মধ্যে দীর্ঘ সম্পর্ক থাকায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা (ধর্ষণ) এবং ৩৭৬ ধারায় (ধর্ষণের শাস্তি) যুক্তিগ্রাহ্য নয়।

কর্ণাটক হাইকোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্নে



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File