Hearing of Amartya Sen's land plea: শুনানির দিনে জমি ‘মিউটেশনে’ আপত্তি জানাল বিশ্বভারতী

Monday, February 20 2023, 1:49 pm
highlightKey Highlights

১৩ ডেসিম্যাল জমির জন্য বিশ্বভারতী নোবেল জয়ী অমৃত্য সেনের নামে মিউটেশনের অনুরোধের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করল।


মামলার শুনানির দিন উঠে এল এক নয়া তথ্য, বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১.৩৮ একর নয়, বরং ১.২৫ একর জমি লিজ় দেওয়া হয়েছিল। ১৯৪৩ সালে ওই চুক্তিপত্র হয়েছিল। সেই অনুযায়ী নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ঐ জমি নিজের নামে মিউটেশন করাতে পারেন না। ২০শে ফেব্রুয়ারী, সোমবার বোলপুরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর (BLRO)-এ দফতরে জমি মিউটেশনের শুনানিতে অমর্ত্যের বিরুদ্ধে আপত্তি তুলে এই দাবি করল বিশ্বভারতী। 

বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় দাবি করেছে, অমর্ত্যর বাবা স্বর্গীয় আশুতোষকে ১৯৪৩ সালে কখনই ১.৩৮ একর জমি লিজ় দেওয়া হয়নি। তাই বিশ্বভারতী ১৩ ডেসিম্যাল জমি দখলের অভিযোগ করেছে অমর্ত্যের বিরুদ্ধে। সে জমিই ফেরতের দাবি তুলেছে বিশ্বভারতী। ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও দাবি, আশুতোষ বা অমর্ত্যকে ১.৩৮ একর জমি তো দূরের কথা, বিশ্বভারতীর কোনও জমিরই মালিকানা দেওয়া হয়নি। শান্তিনিকেতনে ‘প্রতীচী’ নামে প্রাঙ্গণে অমর্ত্যর বাসভবনটিও বিশ্বভারতীর মালিকানাধীন জমিতে গড়ে উঠেছে।

এই প্রসঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জমির বিতর্ক চলাকালীন অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে কিছু সরকারী দলিল দিয়ে এসেছিলেন। এই জমি নিয়ে বিতর্ক চলাকালীন নিজের নামে জমির ‘মিউটেশন’ করানোর জন্য BLRO দফতরে সোমবার উপস্থিত ছিলেন অমর্ত্য সেনের আইনজীবী, এছাড়াও আরও ছিলেন বিশ্বভারতীর আইনজীবী এবং বিএলআরও রেজিস্ট্রার সঞ্জয়কুমার দাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File