Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!


কৃত্তিম বুদ্ধিমত্তা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তা আর আলাদা করে বলতে হয়না। যার ফলে এখন থেকেই পড়ুয়াদের এই AI নিয়ে নানান ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আর সেদিকে নজর রেখেই বড় উদ্যোগ নিলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের জন্য আয়োজন করা হয় ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের, যার বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। পাশাপাশি ওই প্রোগ্রামের প্রথম দিনেই প্রকাশ হলো "সকলের জন্য AI" বই!
প্রযুক্তি ও উন্নতির যুগে বিশ্ব বাজারে আধিপত্য বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) বা AI। চাকরির ক্ষেত্রে হোক কিংবা পড়াশোনা বা সামাজিক উন্নয়ন, সবক্ষেত্রেই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে এই AI এবং ভবিষ্যতেও যে এই কৃত্তিম বুদ্ধিমত্তা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তা আর আলাদা করে বলতে হয়না। যার ফলে এখন থেকেই পড়ুয়াদের এই AI নিয়ে নানান ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আর সেদিকে নজর রেখেই বড় উদ্যোগ নিলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের জন্য আয়োজন করা হয় ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের, যার বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। পাশাপাশি ওই প্রোগ্রামের প্রথম দিনেই প্রকাশ হলো "সকলের জন্য AI" বই!

গত ১৯ মার্চ থেকে কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির কম্পিউটার সেন্টার ও অফিস অব দ্য ইউ জি সেক্রেটারির সহযোগিতায় সাত দিন ধরে একটি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা হয়। যার বিষয় হলো AI। এই অনুষ্ঠানটিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ থেকে প্রায় ২০০ অধ্যাপক অধ্যাপিকা অংশগ্রহণ করেছিলেন। সূচক বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর অম্লান চক্রবর্তী। প্রোগ্রামের টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বপতি জানা মহাশয়।

প্রোগ্রামের প্রথম দিনেই অর্থাৎ ১৯ মার্চ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল কক্ষে প্রকাশিত হয় "সকলের জন্য AI" বইটি। কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এই বইটি উদ্বোধন করেন সনামধন্য বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর মহাশয়। এছাড়াও বই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজি সেক্রেটারি, কম্পিউটার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, রিমোট সেন্সিং বিভাগের প্রধান অধ্যাপক ও কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক বৃন্দ। বলা বাহুল্য, বইটির মুখ্য সম্পাদক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগেরই বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বপতি জানা মহাশয় এবং বইটির সহযোগী সম্পাদক ডক্টর দেবকুমার বেরা ও ডক্টর শর্মিষ্ঠা জানা মহাশয়া। প্রকাশনা কলকাতার অমিত্রাক্ষর পাবলিশার্স। বলে রাখা ভালো, এই বইটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই প্রকাশিত হয়েছে। পড়ুয়া থেকে শিক্ষার্থী সকলেরই আশা, "সকলের জন্য AI" বইটি কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে সকলকে পর্যাপ্ত জ্ঞান ও ধারণা প্রদান করবে এবং তা থেকে সকলেই উপকৃত হবেন।