শহর কলকাতা

Vidyasagar Setu | মেরামতির জন্য আগামী সাত মাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা পুলিশ!

Vidyasagar Setu | মেরামতির জন্য আগামী সাত মাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা পুলিশ!
Key Highlights

অবশেষে বিদ্যাসাগর সেতুর মেরামতি হতে চলেছে আগামী মাস থেকেই। বিজ্ঞপ্তি জারি করে বিদ্যাসাগর ব্রিজ বন্ধ থাকার খবর জানালো কলকাতা পুলিশ। যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনায় কলকাতা ট্রাফিক পুলিশ।

কলকাতা পুলিশ (Kolkata Police) এর তরফ থেকে এবার বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বন্ধ থাকার বিজপ্তি জারি করা হলো। জানা গিয়েছে, ১লা নভেম্বর থেকেই আগামী সাত মাসের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর ব্রিজ (Vidyasagar Bridge)। তবে পুরোপুরি এই সেতুর পরিষেবা বন্ধ করা হবে না। আংশিকভাবে বন্ধ থাকবে এই সেতু। যাতে এই সময় যানজটের প্রভাব শহরে না পরে তার জন্য বিকল্প রাস্তার ব্যবস্থাও করেছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।

কলকাতা পুলিশ (Kolkata Police) এর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১লা নভেম্বর থেকে টানা সাত মাস আংশিক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। এই সময় বিটি রোড দিয়ে গাড়ি চলাচল করবে। পাশাপাশি কেবিল, বিয়ারিং যাবতীয় সরাবে হুগলি রিভার ব্রিজ কমিশনার (Hooghly River Bridge Commissioner) বা এইচআরবিসি (HRBC)‌। দ্বিতীয় হুগলি সেতুতে মেরামত করার কাজ চলাকালীন যানবাহন থেকে শুরু করে হাঁটাচলা নিয়ন্ত্রিত করবে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। ফলে বোঝাই যাচ্ছে আগামী সাত মাস বেশ ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে।

জানা গিয়েছে, বিদ্যাসাগর ব্রিজ (Vidyasagar Bridge) মেরামতির কাজের সময় যে ভারী লরিগুলি এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে সেগুলিরও রুট পাল্টে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এজেসি বোস রোড, ডিএল খান রোডের দিক থেকে আসা লরি ঘুরিয়ে দেওয়া হবে। বিদ্যাসাগর সেতুতে এই পথ ধরেই আসে ভারী লরিগুলি যা কেপি ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি স্ট্যাচু, গভর্ণমেন্ট প্লেস ইস্ট, ধর্মতলা, সিআর অ্যাভিনিউ, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ এবং নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে লরির যাতায়াত নিয়ন্ত্রণ হয়ে পড়ার বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ আপত্তি তুলেছে। তাই প্রথম দফায় দুটি রাস্তা বন্ধ করা হবে বিদ্যাসাগর সেতুতে। বাকি দুটি খোলা রাখা হবে যাতায়াতের জন্য।

দ্বিতীয় হুগলি সেতুর মেরামতি চলাকালীন ৬টি লেনের মধ্যে মাত্র দুটি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে। এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভারী যানবাহনগুলিকেও দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে দেওয়া নিয়ে চিন্তাভাবনা চলছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ভারী যানবাহনগুলিকে দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে না দিয়ে সেগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর ফলে হাওড়া হয়ে কলকাতায় আসা বা বেরিয়ে যাওয়ার জন্য ভারী যানবাহনগুলিকে দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। তবে বিকল্প পরিকল্পনা যাই করা হোক না কেন, দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর কালীপুজো সঙ্গে কলকাতায় ক্রিকেট বিশ্বকাপের খেলাও থাকবে। এই আবহে দ্বিতীয় হুগলি সেতু মেয়রামতির জন্য বন্ধ থাকলে সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়বে।


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
কলকাতায় নেমেই ইডেন গার্ডেন্সে হাজির রাহুল দ্রাবিড়