Maldah | ফের ভিনরাজ্যে বাংলাভাষীর ওপর অত্যাচারের অভিযোগ! পে লোডারে চাপিয়ে বাংলার শ্রমিককে ছুঁড়ে দেওয়া হয় বাংলাদেশে!

Friday, July 25 2025, 11:52 am
highlightKey Highlights

আমিরের অভিযোগ, তাকে পে লোডার মেশিনে করে সীমান্তের কাঁটাতারের ওপারে ছুঁড়ে দেওয়া হয়। ওই ব্যক্তি বাংলাদেশ থেকে সোশাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করতেই চাঞ্চল্য ছড়ায়।


ফের ভিনরাজ্যে বাংলাভাষীর ওপর অত্যাচারের অভিযোগ। জানা গিয়েছে, রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বাংলায় কথা বলার জন্য মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। আমিরের কাছে দেশের নাগরিক হিসেবে পরিচয়পত্র থাকলেও, সেসব কথা কানে তোলা হয়নি। এরপর বাংলাদেশে পাঠানোর জন্য তাঁকে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্তে পাঠানো হয়। আমিরের অভিযোগ, তাকে পে লোডার মেশিনে করে সীমান্তের কাঁটাতারের ওপারে ছুঁড়ে দেওয়া হয়। ওই ব্যক্তি বাংলাদেশ থেকে সোশাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করতেই চাঞ্চল্য ছড়ায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File