দেশ

FIFA World Cup Qatar 2022 : ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দোহায় পৌঁছেছেন জগদীপ

FIFA World Cup Qatar 2022 : ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দোহায় পৌঁছেছেন জগদীপ
Key Highlights

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে কাতারে উপস্থিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখার।

রবিবার কাতারে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখার। ধনখার কাতার রাজ্যের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে দুদিনের কাতার সফরে রয়েছেন। কাতার রাজ্যে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল এবং কাতারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত অর্থবর্ষে ভারত ও কাতার দ্বিপাক্ষিক স্তরে ১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অঙ্কের বাণিজ্য করেছে। বাণিজ্য থেকে জ্বালানি শক্তি, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সাহায্য করে। আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করবে।

ভাইস প্রেসিডেন্টের সফর একটি ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ দেশ কাতারে যোগ দেওয়ার একটি সুযোগ হবে কারণ এটি একটি বড় ক্রীড়া ইভেন্টের আয়োজন করে এবং এই বিশ্বকাপে ভারতীয়দের দ্বারা পরিচালিত ভূমিকা এবং সমর্থনকে স্বীকৃতি দেওয়ার জন্য। তার সফরকালে, ২০শে নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি, উপরাষ্ট্রপতি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সাথেও মতবিনিময় করবেন।

বিশ্বমঞ্চে ‘ভারতের বন্ধু’ হিসেবেই পরিচিত কাতার (Qatar)। বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জগদীপ ধনকড়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরেই বিশ্বকাপের (FIFA World Cup 2022) জন্য ভারতীয়দের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি মঞ্চ পাওয়া হবে। সেখানে উপরাষ্ট্রপতির উপস্থিতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

We are happy and proud that the Vice-President of India has arrived in Qatar to represent India in the inaugural event of the FIFA World Cup. It’s a historic moment and reflects the very close ties enjoyed between India and Qatar.

Deepak Mittal, Ambassador of India to Qatar

৩২ টি দল এই চার বছরে একবারের ফুটবল এক্সট্রাভ্যাঞ্জায় গৌরবের দিকে নজর রাখবে। দলগুলো হলো স্বাগতিক কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েলস, আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া, স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান, বেলজিয়াম, কানাডা। , মরক্কো, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন, পর্তুগাল, ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।

এই প্রথম মধ্যপ্রাচ্য এই অনুষ্ঠানের আয়োজন করছে। কাতারে গ্রীষ্মকালে মরুভূমির উত্তাপ এড়াতে এই প্রথমবারের মতো জুন-জুলাইয়ের জানালার বাইরে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। কাতারের আটটি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিবার ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র উদ্বোধনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলি থানি ও অন্যান্য অতিথিদের সঙ্গেই দেখা গেল ধনকড়কে। বিশ্বকাপের উদ্বোধনে ভারতের প্রতিমিধি হিসেবেই আমন্ত্রিত ছিলেন তিনি। 


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির