Election Commission of India | SIR হিয়ারিংয়ে নথি হিসেবে আর গণ্য হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড! বিপাকে রাজ্যবাসী
Thursday, January 15 2026, 3:29 pm

Key Highlightsশুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। বৃহস্পতিবার নতুন করে এমনই ‘ফতোয়া’ জারি করল নির্বাচন কমিশন।
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। এরই মধ্যে নয়া নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, এবার শুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে না মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে এই মর্মে চিঠিও পাঠিয়েছে দিল্লির নির্বাচন কমিশন। এই নোটিশের জেরে বিপাকে জনগণ। উল্লেখ্য, শুনানিতে ডাক পাওয়া বহু মানুষ নিজের মাধ্যমিক অথবা দশম শ্রেণির অ্যাডমিট কার্ডই প্রামাণ্য নথি হিসেবে কমিশনে পেশ করেছেন ইতিমধ্যে।
- Related topics -
- রাজ্য
- দেশ
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- পশ্চিমবঙ্গ
- রাজ্য কমিশন


