নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত প্রয়াত, দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিডনির জটিল অসুখে
Saturday, June 19 2021, 2:55 pm

১৬ই জুন কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন থিয়েটার দোয়েন এবং সংগীত নাটক আকাদেমি পুরস্কার বিজয়ী বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিডনির জটিল অসুখে, চলছিল ডায়ালিসিস। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে বিফলে দিয়ে ৭১ বছর বয়সেই চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত গোটা থিয়েটার জগত। তাঁর অভিনয় চিরকাল মনে থাকবে বাংলার দর্শকদের।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- স্বাতীলেখা সেনগুপ্ত
- প্রয়াত
- হার্ট অ্যাটাক
- কিডনি