Vande Bharat Metro | ৪৩৯.৫৭ কিমি রেলপথ পাড়ি দেবে মাত্র সাড়ে ৭ ঘণ্টায়! প্রকাশ্যে এলো বন্দে ভারত মেট্রোর প্রথম ঝলক! দেখুন ভিডিও!

Thursday, May 2 2024, 1:10 pm
highlightKey Highlights

পঞ্জাবের কাপুরথলা রেল কোচ কারখানায় নতুন তৈরি বন্দে ভারত মেট্রোর রেক এবং তার ভিতরের ছবি এবং ভিডিও সামনে এল। জানা গিয়েছে, এ বছর জুলাই মাস থেকে পরীক্ষামূলক ভাবে ছোটানো হবে ‘বন্দে ভারত মেট্রো’।


বন্দে ভারত ট্রেন (vande bharat train) ইতিমধ্যেই গোটা দেশে বিশেষ নজির গড়েছে। তবে এবার ট্রেনের পর আসতে চলেছে বন্দে ভারত মেট্রো (vande bharat metro)। পরীক্ষামূলক দৌড়ে এখনও কিছুটা দেরি থাকলেও তার আগেই প্রথম বার দর্শন মিলল ‘বন্দে ভারত মেট্রো’র। জানা গিয়েছে, এ বছর জুলাই মাস থেকে পরীক্ষামূলক ভাবে ছোটানো হবে ‘বন্দে ভারত মেট্রো’। তার আগে পঞ্জাবের কাপুরথলা রেল কোচ কারখানা (rail coach factory kapurthala) নতুন তৈরি রেক এবং তার ভিতরের ছবি এবং ভিডিও সামনে এল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বন্দে ভারত (vande bharat) মেট্রো ছবি এবং ভিডিও।

প্রথম বার দর্শন মিলল ‘বন্দে ভারত মেট্রো’র
প্রথম বার দর্শন মিলল ‘বন্দে ভারত মেট্রো’র

রেলওয়ের কর্তারা জানিয়েছেন, একেবারে নয়া প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত (vande bharat) মেট্রো। যার ফলে এটি দ্রুত গতি তুলতে পারবে, দ্রুত গতি কমিয়েও ফেলতে পারবে বন্দে মেট্রো। ফলে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে বলে রেলের কর্তারা জানিয়েছেন। রেল সূত্রে খবর, বন্দে মেট্রোয় কমপক্ষে ১২টি কোচ থাকবে। যে রুটে যেমন চাহিদা থাকবে, সেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে সংশ্লিষ্ট রুটে বাড়তি কোচ যুক্ত করা হবে কিনা। সেক্ষেত্রে সর্বোচ্চ ১৬টি কোচের হতে পারে বন্দে ভারত মেট্রো। বন্দে মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত ওই আধিকারিক বলেছেন, প্রাথমিকভাবে বন্দে মেট্রোয় কোচের সংখ্যা হবে ১২টি। সংশ্লিষ্ট রুটের চাহিদা এবং সংশ্লিষ্ট শহরের চাহিদার উপর নির্ভর করে সেই সংখ্যাটা বাড়িয়ে ১৬ পর্যন্ত করা যেতে পারে। ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি গতি চলবে বলে আশা করা হচ্ছে। কামরা বেঞ্চের মতো সিটে অনেক বেশি সংখ্যক যাত্রী বসতে পারবেন অনায়াসেই'।

কবে কোথায় চলবে বন্দে ভারত মেট্রো?

জানা গিয়েছে, মুম্বইয়ের লোকাল ট্রেনগুলির জায়গায় আগামী তিন থেকে চার বছরের মধ্যে বন্দে ভারত মেট্রো ট্রেন চলবে। বন্দে ভারত মেট্রো (vande bharat metro) ট্রেনের প্রথম রেক কাপুরথলা রেল কোচ কারখানা (rail coach factory kapurthala)তে প্রায় তৈরি। সূত্রের খবর, বন্দে ভারত মেট্রোর ৫০টি রেক তৈরির পর আরও ৪০০টি রেক তৈরির অর্ডার দেওয়া হবে। বন্দে ভারত মেট্রো দেশের ১২টি বড় এবং মাঝারি শহরের মধ্যে প্রতিদিন চলাচল করবে। সূত্রের খবর, ভবিষ্যতে মুম্বই ছাড়াও কলকাতা, চেন্নাই -এর মতো মেট্রোপলিটন শহরগুলিতেও চলাচল করবে। ১২৪টা শহরে এই মেট্রো চলবে বলে জানা গেছে। চিহ্নিত রুটের মধ্যে রয়েছে লখনউ- কানপুর, আগ্রা- মথুরা, দিল্লি-রেওয়ারি, ভুবনেশ্বর-বালাসোর এবং তিরুপতি-চেন্নাই। নির্দিষ্ট রেলওয়ে ট্র্যাকেই চলবে মেট্রো। ২৫০ কিলোমিটার অবধি রুটে মেট্রো চালানো হবে। সময়ও লাগবে খুব কম। রিপোর্টে দাবি করা হয়, হাওড়া থেকে বিহারের ভাগলপুর পর্যন্ত রুটে একটি বন্দে ভারত মেট্রো চালু করা হতে পারে। সপ্তাহে ৬দিন এই মেট্রো চলবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হাওড়া ও ভাগলপুরের মধ্যে ৪৩৯.৫৭ কিমি রেলপথ পাড়ি দিতে এই বন্দে ভারত মেট্রো সাড়ে ৭ ঘণ্টা সময় নেবে। বন্দে ভারত মেট্রোটি সকাল ৬টা ১৫ মিনিটে ভাগলপুর থেকে ছেড়ে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছবে। অন্যদিকে হাওড়া থেকে ভাগলপুরগামী বন্দে ভারত মেট্রো যাত্রা শুরু করবে দুপুর ২টো ২৫ মিনিটে। সেটি গন্তব্যে গিয়ে পৌঁছবে রাত ৯টা ৫৫ মিনিটে। তাছাড়া মালদহ থেকে জামালপুর রুটেও নাকি একটি বন্দে মেট্রো চালু হতে পারে।

জানা গিয়েছে, চলতি বছরের জুলাই থেকে এই বিশেষ মেট্রো ট্রেনের ট্রায়াল রান হবে। পাঞ্জাবের কাপুরথালায় একটি রেল কোচ কারখানা বন্দে ভারত মেট্রোর প্রথম কয়েকটি কোচ তৈরি করেছে। প্রাথমিকভাবে এই ধরনের ৫০টি ট্রেন তৈরি করা হবে এবং ধীরে ধীরে তাদের সংখ্যা ৪০০-এ পৌঁছবে। বন্দে ভারত মেট্রো ট্রেনগুলি ১০০ কিলোমিটার থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে চলবে। এতে ১২টি কোচ থাকবে, তবে ১৬টি কোচও রাখা হতে পারে ভবিষ্যতে।

বন্দে ভারত মেট্রোর ৫০টি রেক তৈরির পর আরও ৪০০টি রেক তৈরির অর্ডার দেওয়া হবে
বন্দে ভারত মেট্রোর ৫০টি রেক তৈরির পর আরও ৪০০টি রেক তৈরির অর্ডার দেওয়া হবে

প্রসঙ্গত, বর্তমানে দেশের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৮৪টি জেলার মধ্য দিয়ে ১০২টি বন্দে ভারত ট্রেন (vande bharat train) চলে মোট ১০০টি রুটে। তবে এবার দেশের অনেক বড় শহরে ‘বন্দে ভারত মেট্রো’ চালানোর প্রস্তুতি চলছে। পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বন্দে ভারত মেট্রো। সম্প্রতি সেখানকারই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা থেকে দাবি করা হচ্ছে, বন্দে ভারত মেট্রো ট্রেনের 'বডি' তৈরি হয়ে গিয়েছে। এবার গেরুয়া-কালো বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রানও শীঘ্রই শুরু হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File