বিজ্ঞান ও প্রযুক্তি

Bank card using: টাকা আদান-প্রদানের সময় ব্যাঙ্ক কার্ড সতর্কতার সাথে ব্যবহার করুন

Bank card using: টাকা আদান-প্রদানের সময় ব্যাঙ্ক কার্ড সতর্কতার সাথে ব্যবহার করুন
Key Highlights

ক্যাশ টাকা আদান-প্রদান না করে অনলাইনে দাম মেটানোর সময় কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টের সব তথ্য চলে গেল প্রতারকের হাতে।

সামনেই পুজো। শুধুই পায়ে হেটে নয়, বরং এখন ভরসা অনলাইন শপিং। বেশিরভাগ সময় আমরা কেনাকাটা সেরে অনলাইনে দাম মেটাই। বর্তমান সময়কালে আমাদের পকেটে যত না টাকা থাকুক না কেন, তার থেকে তুলনায় বেশি থাকে ডেবিট বা ক্রেডিট কার্ড।

কিন্তু তাতে এমন কিছু ভুল করে বসলেন, যার ফলে আপনার অ্যাকাউন্টের সব তথ্য চলে গেল প্রতারকের হাতে। এবং এর কিছুক্ষণ পরেই দেখলেন অ্যাকাউন্ট থেকে আপনার অজান্তেই কেটে নেওয়া হয়েছে টাকা। কী করবেন? ডেবিট বা ক্রেডিট কার্ডে টাকা মেটানোর আগে তাই অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোনও সাইটে যদি আগে থেকে আপনার কার্ডের সব তথ্য সেভ করা থাকে, তা হলে অবশ্যই সেগুলি মুছে ফেলুন। প্রতি বার ব্যবহারের পরেই তা মুছে ফেলা প্রয়োজন। যদি চান, আপনার কার্ডের তথ্য সেভ না হোক, তা হলে টাকা পেমেন্ট করার সময় একটি অপশন আপনাকে টিক অফ করে দিতে হবে।

বর্তমানে প্রচুর প্রচুর ভুয়ো সাইট থাকার দরুন অচেনা কোনও সাইটে টাকা মেটানোর আগে সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। যেখানে প্রায়ই দেখা যাচ্ছে, অনলাইনে পেমেন্ট ছাড়া কেনাকাটার করার সুযোগ নেই। সেই মতো অনলাইনে পেমেন্ট করে ফেলার পরেই সেই সাইটের কাস্টমার কেয়ারে আর যোগাযোগ করতে পারছেন না। তাই আগেই একবার কাস্টমার কেয়ারে ফোন করে যাচাই করে নেওয়া ভাল।

অনলাইন ব্যাঙ্কিংয়ে গিয়ে আপনি যদি নিজের টাকা লেনদেনের সীমা বেঁধে দেন, তা হলে কার্ডের তথ্য চুরি হলেও একসঙ্গে বেশি টাকা তুলে ফেলতে পারবে না প্রতারকেরা। তবে,ক্রেডিট কার্ডে পেমেন্ট করার ক্ষেত্রে খরচের ঊর্ধ্বসীমা বেশি না রাখার চেষ্টা করতে পারেন। অচেনা বিক্রেতার সঙ্গে কোনও রকম টাকার লেনদেন না করাই ভাল। তার চেয়ে চেনা বা জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করা বেশি সুরক্ষিত।

পুজোর আগে বিভিন্ন সাইটে প্রচুর ছাড় দেয়। সেই সুযোগেই অনেক ভুয়ো সাইট জাল লিঙ্ক তৈরি করে ভুয়ো প্রচার করে। সেই ফাঁদে পা দিলেই ব্যস! কী ভাবে প্রতারকদের হাতে আপনার অ্যাকাউন্টের সব তথ্য চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই অযথা অচেনা লিঙ্কে ক্লিক না করাই ভাল। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের পিন এবং ইউপিআই এর পিন কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। একইসঙ্গে এই পিন গুলি লিখে রাখা বা এই সংক্রান্ত তথ্যও ফোনে রাখা ঠিক নয়।


Humayun Kabir | ছাব্বিশের নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙন! নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের!
Newtown | নিউটাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবতীর দেহ! বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন করলো স্বামী!
Jagdeep Dhankar | ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন?
21 July TMC | ২১শে জুলাইয়ের মঞ্চে অসুস্থ শত্রুঘ্ন-শতাব্দী-মদনরা! তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে!
Azizul Haque | প্রয়াত দেশের নকশাল আন্দোলনে প্রথম সারির নেতা আজিজুল হক!
IND vs PAK WCL | পহেলগাঁও নিয়ে কটূক্তি, ধাওয়ান-আফ্রিদি মতবিরোধে ভেস্তে গেলো লেজেন্ডস লিগের ভারত-পাক ম্যাচ
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali