দেশ

Another India-Pakistan war? মার্কিন গোয়েন্দাদের দাবি, পাকিস্তান উস্কানি দিলেই ভারত আক্রমণ করতে পারে !

Another India-Pakistan war? মার্কিন গোয়েন্দাদের দাবি, পাকিস্তান উস্কানি দিলেই ভারত আক্রমণ করতে পারে !
Key Highlights

মার্কিন প্রতিবেদনের দাবী, শত্রুপক্ষ আক্রমণ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সামরিক শক্তির সাথে প্রতিক্রিয়া করার সম্ভাবনা অত্যন্ত বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতর প্রতি বছরই বিশ্বের কোন প্রান্তে হিংসাত্মক কার্যকলাপ হতে পারে, সেই সংক্রান্ত একটি করে রিপোর্ট পেশ করে। অন্যান্য বছরের মতন এবছর আমেরিকা সেই রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, বর্তমানে, কাশ্মীরের অস্থিতিশীলতা, সন্ত্রাসী হামলার কারণে দুই দেশের সীমান্ত পরিস্থিতি খুবই স্পর্শকাতর। পাকিস্তান যদি কোনোভাবে ভারতকে বিরক্ত করে, তাহলে কোনো অপেক্ষা ছাড়াই শত্রু পক্ষকে কড়া জবাব দিতে তৈরি ভারত। সেরকম দরকার পড়লে সামরিক শক্তি ব্যবহার করে পালটা দেবে ভারত তথা মোদী সরকার। 

এখানেই শেষ নয়, আরও কিছু জানিয়েছে সেই রিপোর্ট। মার্কিন মুলুকের দাবি অনুযায়ী, শুধু পাকিস্তান নয়, চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতের কথাও উঠে এসেছে মার্কিন রিপোর্টে। গত ২০২০ সালে গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর থেকে এই দুই দেশ বহুবার আলোচনায় বসলেও সীমান্ত সমস্যা মেটানো সম্ভব হয়নি। কিন্তু অন্যদিকে ভারতের সীমান্ত সংলগ্ন অঞ্চলে চিন যে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে, তার প্রমাণ মিলেছে বহুবার। এমতাবস্থায় এই দুই প্রতিবেশী দেশও সংঘাতে জড়াতে পারে বলেই আশঙ্কা আমেরিকার। 

However, Pakistan has a long history of supporting anti-India militant groups, and under the leadership of Prime Minister Narendra Modi, India is more likely than in the past to respond with military force to perceived or real Pakistani provocations. Each side's perception of heightened tensions raises the risk of conflict, with violent unrest in Kashmir or a militant attack in India being potential flashpoints.

The annual threat assessment of the US intelligence community