G20 বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Saturday, February 25 2023, 7:17 am
highlightKey Highlights

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পরের সপ্তাহে তার ভারত সফরের সময় G-20 গ্রুপ এবং কোয়াডের গুরুত্বপূর্ণ বিদেশমন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন।


নতুন বছরে নতুন উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারতবর্ষের রাজধানী দিল্লিতে আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘রাইসিনা সংলাপে’ (Raisina) যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। 

 Secretary Blinken and External Affairs Minister Dr. S. Jaishankar at a Joint Press Availability
 Secretary Blinken and External Affairs Minister Dr. S. Jaishankar at a Joint Press Availability

সূত্রের খবর, আগামী সপ্তাহে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। এর পর যোগ দেবেন G-20 এবং ‘কোয়াডের’ (ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত চতুর্দেশীয় অক্ষ) বিদেশমন্ত্রী স্তরের একটি বিশেষ বৈঠক। গত ১লা ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষবৈঠকে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশেষভাবে উল্লেখ্য, আমেরিকায় ড্রোন হামলায় ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানির হত্যার পর এই প্রথম সে দেশের কোনও শীর্ষস্তরের মন্ত্রী দেশের বাইরে পা রাখার কথা ছিল।  ব্লিঙ্কেনের পাশাপাশি ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদোল্লাহিঁয়া দিল্লিতে অনুষ্ঠিত ‘রাইসিনা সংলাপে’ হাজির হলে তা বাড়তি কূটনৈতিক গুরুত্ব পেত। 

Nreandra Modi at G20 summit
Nreandra Modi at G20 summit



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File