আন্তর্জাতিক

Donald Trump Imposes tariffs | কুর্সিতে বসেই কর বাড়ালেন ট্রাম্প! শুল্কের ফাঁদে মাথায় হাত কোন কোন দেশের ?

Donald Trump Imposes tariffs | কুর্সিতে বসেই কর বাড়ালেন ট্রাম্প! শুল্কের ফাঁদে মাথায় হাত কোন কোন দেশের ?
Key Highlights

১ ফেব্রুয়ারি নির্বাহী নির্দেশিকায় সই করে একাধিক দেশের পণ্যের ওপরে শুল্ক বাড়ানোর ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের প্রতিশ্রুতি রাখলেন। কুর্সিতে বসেই ১ ফেব্রুয়ারি নির্বাহী নির্দেশিকায় সই করে একাধিক দেশের পণ্যের ওপরে শুল্ক বাড়ানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো এবং কানাডা থেকে আসা পণ্যের আমদানি শুল্কের ওপর ২৫ শতাংশ (কানাডা থেকে আসা জ্বালানির ওপরে ১০ শতাংশ) শুল্ক এবং চিনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এর জেরে মার্কিন অর্থনৈতিক বৃদ্ধির হার প্রায় ১.৫ শতাংশ হেরফের হলেও মন্দায় চলে যেতে পারে মেক্সিকো এবং কানাডা।