আন্তর্জাতিক

আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ের মুখে কিয়েভে, শহরের মানুষদের তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হল

আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ের মুখে কিয়েভে, শহরের মানুষদের তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হল
Key Highlights

ওভারলোড এড়াতে এবং স্থাপনাগুলো মেরামতের জন্যেও কিয়েভে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছে।

রাশিয়ান হামলায় কিয়েভে বিদ্যুৎ সরবরাহের বড় ধরনের বিপর্যয়ের পর শহরের মেয়র বলছেন সেখানে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি অচল হয়ে গেলে বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়ান বিমান হামলায় কয়েক সপ্তাহজুড়ে লক্ষ লক্ষ ইউক্রেনীয় বিদ্যুৎ এবং পানির সংকটে রয়েছে। 

শীতকালে কিয়েভের গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায় এবং রাতে তা আরও নিম্নমুখী হয়

বিদ্যুৎকেন্দ্র এবং সঞ্চালন ব্যবস্থায় রাশিয়ার আক্রমণে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। শহরের অন্য আর একজন কর্মকর্তা সতর্ক করেছেন যে বিদ্যুৎ সরবরাহ পুরো বন্ধ হয়ে গেলে পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন কাজও বন্ধ করে হয়ে যাবে।

যুদ্ধকালীন সময়ে মানবিক আচরণের রূপরেখা নিরূপণ করে দেয়া জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধে "বেসামরিক ব্যবস্থাপনায়" হামলা চালানো উচিত নয়।ইউক্রেনীয় টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় মেয়র ভিটালি ক্লিচকো রাশিয়ার কর্তৃক অবকাঠামো হামলাকে "সন্ত্রাস" এবং "গণহত্যা" হিসাবে চিহ্নিত করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের "ইউক্রেনীয়দের কোন দরকার নেই। তার এলাকা দরকার, আমাদেরকে ছাড়া ইউক্রেনকে দরকার", বলছিলেন সাবেক এই হেভিওয়েট বক্সার।

"তাই এখন যা কিছু ঘটছে (অবকাঠামোর উপর হামলা) তা গণহত্যা। তার কাজ হল আমাদের মৃত্যু নিশ্চিত করা, ঠাণ্ডায় জমে যাওয়া বা আমাদের জায়গা জমি ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা যাতে তিনি সবকিছুর দখল নিতে পারেন।"

মি. ক্লিচকো বলেছেন, বিদ্যুৎ ও পানির সরবরাহ অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষ "সবকিছু" করছে। তবে তিনি নিশ্চিত করছেন যে ভিন্ন পরিস্থিতির জন্যেও প্রস্তুতি রয়েছে।



Cyclone Montha | কোথায় ল্যান্ডফল করবে সাইক্লোন 'মান্থা’ ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের ওপর?
US-India | শাহবাজ শরিফকে ‘ভালো মানুষ’ বললেন ট্রাম্প! ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না আমেরিকা- দাবি বিদেশসচিবের
Chhattisgarh | ছত্তিশগড়ে আত্মসমর্পন ১৩ মহিলা সহ ২১ জন মাওবাদীর! শান্ত কাঁকের
Lionel Messi | কেরলে ম্যাচ খেলবেননা মেসি, সরাসরি আসবেন কলকাতাতেই! জানালেন আয়োজকরা
Kolkata | মদের আসরে বচসা! কলকাতায় মেয়রের ওয়ার্ডে যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হল লোহার রড!
HIV Infection | থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত নিতে এসে HIV সংক্রমিত হলো পাঁচ শিশু! ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালে তোলপাড়
Weather Update | ধেয়ে আসছে "মন্থা", একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট