Alien and UFO | মার্কিন সরকার লুকিয়ে রেখেছে ইউএফও-ভিনগ্রহীদের দেহ! চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রাক্তন সেনা আধিকারিকের!
কেবল ভিনগ্রহীযান অর্থাৎ ইউএফওই নয় আমেরিকায় মার্কিন সরকার লুকিয়ে রেখেছে এলিয়েনের দেহও। সাধারণ মানুষের সঙ্গে তথ্য গোপন করা হয়েছে মার্কিন কংগ্রেসের থেকেও।
ভিনগ্রহী বা এলিয়েনের (Alien) অস্তিত্ব আছে কি না সেই বিষয়ে বহু বছর ধরেই গোটা বিশ্ব জুড়ে চলছে নানান তর্ক-বিতর্ক। অনেকের মতেই ভিনগ্রহীদের কোনও অস্তিত্বই নেই, আবার অনেকেই বলেন মানবজাতি এবং পৃথিবীর অন্যান্য জীবের মতো মহাকাশের কোনও গ্রহে ভিনগ্রহীদের থাকা খুব স্বাভাবিক ব্যাপার। তবে কেবল ভিনগ্রহীদের অস্তিত্ব থাকার দাবিই নয়, আমাদের পৃথিবীতেই ভিনগ্রহীদের দেহ ও ভিনগ্রহীযান (Spaceship) রয়েছে বলে দাবি করলেন আমেরিকার এক প্রাক্তন সরকারি গোয়েন্দা।
বুধবার অর্থাৎ ২৬শে জুলাই ওয়াশিংটনের হাউস ওভারসাইট কমিটির (Washington House Oversight Committee) সামনে অজানা উড়ন্ত বস্তু বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (Unidentified Flying Object) বা ইউএফও (UFO) নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন মার্কিন সেনার অবসরপ্রাপ্ত মেজর ডেভিড গ্রুশ (US Army Major David Grush)। এলিয়েন এবং ইউএফও নিয়ে একের পর এক চাঞ্চল্যকর বক্তব্য পেশ করতে থাকেন তিনি।
গ্রুশ জানান, এতো বছর ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে সাধারণ মানুষকে ধোঁয়াশায় রেখেছে মার্কিন সরকার (US Government)। পাশাপাশি গ্রুশের আরও দাবি, আমেরিকাতেই (America) লুকিয়ে রাখা রয়েছে ভিনগ্রহীদের দেহ ও ইউএফও। এই বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকেই নয়, মার্কিন কংগ্রেসের (US Congress) থেকেও লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি মার্কিন প্রাক্তন সেনা অফিসারের। গ্রুশের এহেন বিস্ফোরক দাবি ঘিরে রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রে শোরগোল পরে গিয়েছে। আমেরিকার সংসদ তথা কংগ্রেসে এই নিয়ে আলোচনা ও সরকার পক্ষের জবাব চেয়ে সরব হয়েছে বিরোধীরা।
উল্লেখ্য, ফৌজে কর্মরত থাকাকালীন মার্কিন বিদেশমন্ত্রকের হয়ে কিছুদিন কাজ করেছিলেন গ্রুশ। ওই সময় তাঁকে ইউএফও-র অস্তিত্ব সম্পর্কে খোঁজ খবর করতে বলা হয়েছিল। সেই সংক্রান্ত রিপোর্টও সংশ্লিষ্ট দফতরে জমা দেন তিনি। যদিও সেনার তরফে ভিনগ্রহীযান বা এলিয়ন নিয়ে কাজ করার জন্য কে বা কারা তাঁকে নির্দেশে দিয়েছিল এবং এই সংক্রান্ত রিপোর্ট তিনি কোথায়, কাকে জমা দিয়েছেন সে সম্পর্কে গ্রুশ কিছু জানাননি। কিন্তু কেবল একা গ্রুশ নন। এর আগেও একাধিক মার্কিন সেনা অফিসার ভিনগ্রহীযান ও এলিয়ান নিয়ে একাধিক দাবি করেছেন। ২০০৪ সালে প্রাক্তন নৌকমান্ডার ডেভিড ফ্রেভার (Navy Commander David Fravor) যুদ্ধজাহাজ নিয়ে আটলান্টিকে (Atlantic) থাকার সময়ে আকাশে অদ্ভুত বস্তু দেখতে পেয়েছিলেন বলে দাবি করেন। তার সঙ্গে একমত ছিলেন রায়ান গ্রেভস নামের নৌবাহিনীর পাইলটও।
এর আগেও ভিনগ্রহীদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন মার্কিন প্রাক্তন সেনা আধিকারিক ডেভিড গ্রুশ। সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মার্কিন সরকারের কাছে ভিনগ্রহী যান ও দেহ রয়েছে। মাটিতে আছড়ে পড়া ভিনগ্রহীদের যানের ভিতর পাওয়া বহু দেহ সরকারের সংগ্রহে আছে। সেই দেহগুলিকে কোনওভাবেই মানবদেহ বলা যায় না।
মার্কিন সেনা একটি বিধ্বস্ত ইউএফও উদ্ধার করেছে। সেটির থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়। দেহগুলি মানুষের নয়। পরবর্তীকালে দেহগুলি জীববিজ্ঞানীরা খুঁটিয়ে পরীক্ষা করেন। তাঁরাও এবিষয়ে একমত ছিলেন। এদের মধ্যে অনেকে এখনও এই নিয়ে কাজ করে যাচ্ছেন।
যদিও মার্কিন প্রাক্তন সেনা আধিকারিকের দাবিকে নস্যাৎ করে দিয়েছে পেন্টাগন (Pentagon)। গ্রুশের দাবি, ভিনগ্রহী সংক্রান্ত নথিতে ‘ইউএফও’ শব্দবন্ধকে সরিয়ে ‘ইউএপি’ (UAP) তথা ‘আনআইডেন্টিফায়েড অ্যানামোসাল ফেনোমেনন’ (Unidentified Anamosal Phenomenon) করা হয়েছে। মার্কিন প্রাক্তন সেনার দাবি, গত শতকের তিনের দশক থেকেই ভিনগ্রহীদের পৃথিবীতে যাতায়াতের বিষয়টিতে নজর রেখেছে আমেরিকা। ভিনগ্রহের যান থেকে যে দেহ মিলেছে তা এই গ্রহের কোনো প্রাণীই নয়। মার্কিন প্রাক্তন সেনা অফিসারের দাবির পর আমেরিকা-সহ গোটা বিশ্বেই শোরগোল পরে গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- আমেরিকা
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মার্কিন গোয়েন্দা সংস্থা
- পৃথিবী
- পেন্টাগন