হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেসে বড় পরিবর্তন, যাত্রীদের জন্য খুশির খবর জানাল রেল
দক্ষিণ-পূর্ব রেলের তরফে যাত্রীদের জন্য বড় ঘোষণা। হাওড়া-চক্রধরপুর লোকালে এবার থেকে যুক্ত হবে বাড়তি দুটি কামরা। ফলে আরও বেশি যাত্রী সুযোগ পাবেন রিজার্ভেশনের।
জঙ্গলমহল রুটে বরাবরই অত্যন্ত গুরুত্ব পূর্ণ ট্রেন ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস। বহু মানুষ কলকাতায় আসতে এই ট্রেন ব্যবহার করেন। ফলে বরাবর এই ট্রেনে টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। যাত্রী সাধারণের সুবিধার কথা চিন্তা করে ও আরও বেশি যাত্রীকে রিজার্ভেশনের সুযোগ দিতে ২৪ জুন থেকে এই ট্রেনে বাড়তি দুটি কামরা যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল।
ট্রেনটিতে যুক্ত হবে একটি অতিরিক্ত এসি ৩ টায়ার ও ১ টি অতিরিক্ত স্লিপার ক্লাস কামরা। ফলে এখন থেকে ট্রেনটিতে ১টি এসি টু টায়ার, ২ টি এসি থ্রি টায়ার, ৫ টি স্লিপার ক্লাস ও ১ টি জেনারেল সেকেন্ড ক্লাস বগি থাকবে। রেলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
- Related topics -
- পরিষেবা
- ভারতীয় রেল
- রেল পরিষেবা
- দক্ষিণ পূর্ব রেল
- হাওড়া