টেকনোলজি

ইলন মাস্ক দায়িত্ব নিতেই বন্ধ টুইটার, বেজায় চটে ব্যবহারকারীরা!

ইলন মাস্ক দায়িত্ব নিতেই বন্ধ টুইটার, বেজায় চটে ব্যবহারকারীরা!
Key Highlights

ভারত সহ বিশ্বব্যাপী স্তব্ধ টুইটার। শুক্রবার সকাল থেকেই বহু গ্রাহক এই সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে খবর।

ডেক্সটপ থেকে টুইটার ওপেন করলেই এরর মেসেজ পেয়েছেন অনেকেই। সেখানে লেখা ছিল, “কিছু একটা ভুল হয়েছে, কিন্তু মন খারাপ করবেন না - আসুন ফের চেষ্টা করা যাক।”

Downdetector ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র ডেক্সটপ গ্রাহকরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। অ্যাপ থেকে টুইটার ব্যবহারে কোন সমস্যা হয়নি।

রিপোর্টে জানানো হতেছে শুক্রবার ভোর রাত থেকেই বহু গ্রাহক টুইটার ব্যবহারের সময় সমস্যার সম্মুখীন হতে শুরু করেন। তবে ভারতীয় সময় সকাল 11.30 নাগাদ ফের স্বাভাবিক হয় পরিষেবা। যদিও কেন টুইটার বন্ধ ছিল সেই বিষয়ে সংস্থার তরফ থেকে কিছুই জানানো হয়নি।

এদিকে শুক্রবার থেকেই কর্মী ছাঁটাই শুরু করতে পারে টুইটার। The Verge -এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আজ থেকেই ছাঁটাইয়ের নোটিশ পাঠানো শুরু হবে কর্মীদের। সাময়িকভাবে অফিস বন্ধ থাকার কারণ দেখিয়ে এই নোটিশ পাঠানো হবে বলে রিপোর্টে জানানো হয়েছে।

কোম্পানির তরফে মেমোতে কর্মীদের উদ্দেশ্যে লেখা হয়েছে, “আমরা স্বীকার করে নিচ্ছি আপনি প্রভাবিত না হলেও সকলেই অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন।” কোম্পানির তরফে কর্মীদের উদ্দেশ্যে আরও লেখা হয়েছে, “টুইটার নীতিগুলি মেনে চলার জন্য আপনাকে ধন্যবাদ যা আপনাকে সোশ্যাল মিডিয়া, প্রেস বা অন্য কোথাও গোপন কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করতে নিষেধ করে।
এদিকে সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল Twitter -এ ভেরিফায়েড ব্যাজ Blue Tick আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না। এই জন্য Twitter Blue সাবস্ক্রিপশন বাধ্যতামূলক হচ্ছে বলে জানা গিয়েছিল। এই মুহূর্তে Twitter Blue সাবস্ক্রিপশনে খরচ হয় মাসে 20 মার্কিন ডলার (প্রায় 1,600 টাকা)। টুইটার সিইও ইলন মাস্ক টুইট বার্তায় জানিয়েছেন Twitter Blue সাবস্ক্রিপশনের জন্য মাসে 8 মার্কিন ডলার (প্রায় 660 টাকা) খরচ করতে হবে। টুইটারে কোন প্রোফাইলের পাশে ব্লু টিক থাকার অর্থ সেই ব্যক্তি অথবা সংস্থা এই অ্যাকাউন্ট ব্যবহার করেন। এই মুহূর্তে সম্পূর্ণ বিনামূল্যে টুইটারে ব্লু টিক পাওয়া যায়। যদিও সেই জন্য রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া।

অক্টোবরে 4,400 কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিয়েছিলেন এলন মাস্ক। অধিগ্রহণ সম্পূর্ণ করে কয়েক দিনের মধ্যেই কোম্পানিতে নিজের ছাপ রাখতে শুরু করেছেন এই মার্কিন ধনকুবের। ইতিমধ্যেই টুইটার বোর্ডের সব সদস্যদের ছাঁটাই করে নিজেই কোম্পানির CEO পদে বসেছেন এলন।



Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Breaking News | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
West Bengal Weather | বর্ষার 'এক্সট্রা টাইম'! আগামী কয়েকদিন বর্ষণে ভিজবে গোটা বঙ্গ! গোটা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo