টেকনোলজি

কথা রাখলেন না পরাগ! মাস্কের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগেই নিলেন ‘চরম’ সিদ্ধান্ত

কথা রাখলেন না পরাগ! মাস্কের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগেই নিলেন ‘চরম’ সিদ্ধান্ত
Key Highlights

আশঙ্কা ছিল আগেই, এবার তা সত্যি হচ্ছে। মালিকানা বদল হওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল যে এবার সংস্থায় ছাঁটাই শুরু হবে।

বৃহস্পতিবার টুইটার সংস্থার তরফে স্বীকার করে নেওয়া হয় যে, দুই শীর্ষ কর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। ক্যাভন বেকপোর, যিনি রিসার্চ, ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন, তিনি ইস্তফা দিয়েছেন। একইসঙ্গে ইস্তফা দিয়েছেন সংস্থার প্রোডাক্ট হেড ব্রুস ফাল্ক।

ক্ষমতা হস্তান্তরের আগেই টুইটার সংস্থায় শুরু হয়ে গেল ছাঁটাই প্রক্রিয়া

টুইটারের মালিকানা বদল হওয়ার পর মাস ঘুরতে না ঘুরতেই সংস্থার অন্দরে শুরু হয়ে গেল ছাঁটাই প্রক্রিয়া। টুইটার মুখপাত্র সূত্রে জানা গিয়েছে, টুইটারের জেনারেল ম্যানেজার ক্যাভন বেকপোর ও প্রোডাক্ট হেড ব্রুস ফাল্ক ইস্তফা দিয়েছেন। অন্য এক সূত্রের দাবি, ইস্তফা নয়, তাঁদের ছাঁটাই করেছেন খোদ সিইও পরাগ আগরওয়ালই। সংস্থার নিয়োগ প্রক্রিয়াও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, টুইটারের তরফেও জানানো হয়েছে যে চলতি সপ্তাহ থেকে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ব্যবসার জন্য প্রয়োজনীয় পদগুলিতেই নিয়মমাফিক নিয়োগ চলবে। উল্লেখ্য, গতমাসেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন ইলম মাস্ক। এখনও শেয়ারহোল্ডার ও রেগুলেটরদের সঙ্গে আলোচনা শেষ না হওয়ায় মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়নি।


Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
আজকের সেরা খবর | বিদ্যুতের চাহিদা সামাল দিতে ভিনরাজ্য থেকে ১০০টি জেনারেটর আনলো CESC!
International Labour Day | বিশ্ব জুড়ে কেন পালিত হয় শ্রমিক দিবস? জানুন ১লা মে-র মাহাত্ম্য!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য