Netaji Subhas Chandra Bose Quotes | নেতাজির এই ৩টি উক্তি যা আপনার জীবন বদলে দেবে
আজ, ২৩ জানুয়ারি নেতাজির ১২৮তম জন্মবার্ষিকী। গোটা দেশবাসীর উদ্দেশ্যে নেতাজির দেওয়া বাণী আজও ভারতের যুবসমাজকে অনুপ্রাণিত করে।
আজ, ২৩ জানুয়ারি বরেণ্য দেশনেতা নেতাজির ১২৮তম জন্মবার্ষিকী। তাঁর উক্তিগুলো বরাবর যুবসমাজকে অনুপ্রাণিত করে। তাঁর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো :
- আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক।
- মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপস করা।
- সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। তাই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না।
নেতাজি ফেরেননি,কিন্তু ১২৮বছর পরেও তাঁর বাণী উদ্বুদ্ধ করছে ভারতীয় যুবসমাজকে।
- Related topics -
- জীবন ও জীবনী
- নেতাজি সুভাষচন্দ্র বোস
- নেতাজি
- বাণী