Dharmendra | বাড়ি ও শ্মশানে আচমকাই ভিড় ধর্মেন্দ্রর পরিবারের! তবে কি প্রয়াত কিংবদন্তি অভিনেতা?

Monday, November 24 2025, 8:39 am
highlightKey Highlights

আচমকাই সকাল থেকে ধর্মেন্দ্র বাড়িতে একের পর এক বলিউড অভিনেতার আনাগোনা শুরু হয়েছে।


কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র কি প্রয়াত? গত ১১ নভেম্বর ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। তবে সকলের প্রার্থনায় তিনি বাড়ি ফিরেছিলেন। কিন্তু সেই ঘটনার কয়েক দিন কাটতে না কাটতেই অভিনেতার স্বাস্থ্য ঘিরে জল্পনা শুরু। সোমবার, ২৪ নভেম্বর আচমকাই সকাল থেকে ধর্মেন্দ্র বাড়িতে একের পর এক বলিউড অভিনেতার আনাগোনা শুরু হয়েছে। এমনকি ভিলে পার্লে শ্মশান ঘাটেও ভিড় করেছেন পরিবারের সদস্যরা এবং আমির খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন সহ অনেক সেলিব্রিটিরা। সঙ্গে রয়েছে একটি অ্যাম্বুল্যান্সও। আর তাতেই বেড়েছে উৎকণ্ঠা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File