Bihar | মাতৃদুগ্ধে মিশছে বিষাক্ত ইউরেনিয়াম! বিপদে বিহারের শিশুরা, কী বলছে সমীক্ষা?
Sunday, November 23 2025, 2:44 pm
Key Highlightsমানুষের খাদ্য শৃঙ্খলেও ঢুকে পড়ছে ইউরেনিয়াম। ধীরে ধীরে তা বাসা বাঁধছে শিশুর শরীরেও।
সম্প্রতি মহাবীর ক্যানসার সংস্থান অ্যান্ড রিসার্চ সেন্টার, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এবং দিল্লি এইমসের বিজ্ঞানীরা যৌথ ভাবে বিহারের ৬টি জেলায় সমীক্ষা চালিয়েছে। ১৭ থেকে ৩৫ বছর বয়সী মোট ৪০ জন মহিলার স্তন্যদুগ্ধের নমুনা পরীক্ষা করে মাতৃদুগ্ধে বিষাক্ত ইউরেনিয়াম-২৩৮ পাওয়া গিয়েছে। আসলে বিহারের ভূগর্ভস্থ জলে চড়া মাত্রায় ইউরেনিয়াম রয়েছে। সেই জলই পানীয় জল হিসেবে এবং চাষবাসের কাজে ব্যবহার করেন রাজ্যবাসী। এভাবেই মানুষের খাদ্য শৃঙ্খলেও ঢুকে পড়েছে ইউরেনিয়াম। বিহারের শিশুদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।

