PM Modi | G20 সম্মেলনে ছয় দফা প্রস্তাব পেশ প্রধানমন্ত্রী মোদির, শিক্ষা থেকে স্বাস্থ্য-হবে সার্বিক উন্নয়ন
Sunday, November 23 2025, 3:06 am
Key Highlightsশিক্ষা থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই জোর দেওয়ার কথা বলেছেন ওই প্রস্তাবে।
দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গে চলছে জি ২০ সম্মেলন। অংশ নিয়েছে ভারত-সহ জি ২০ অন্তর্ভুক্ত একাধিক দেশ। এই সম্মেলনের প্রথম পর্বেই শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রে ছয়টি প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছয় প্রস্তাবের মধ্যে প্রথমেই রয়েছে ‘গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি’। রয়েছে স্বাস্থ্যের উন্নয়নের জন্য ‘হেলথকেয়ার রেসপন্স টিম’। দক্ষ কর্মী তৈরি করতে ‘স্কিল মাল্টিপ্লায়ার ইনিশিয়েটিভে’র পাশাপাশি মাদকচক্র রোধ করার কথাও বলেছেন তিনি। রয়েছে ‘ওপেন স্যাটেলাইট ডেটা’ ও ‘ক্রিটিক্যাল মিনারেল সার্কুলারিটি’র প্রস্তাব।
- Related topics -
- আন্তর্জাতিক
- জি২০ সম্মেলন
- জি-২০
- নরেন্দ্র মোদি
- আফ্রিকা

