খেলাধুলা

Lionel Messi Birthday | ৩৬-এ পা বিশ্বখ্যাত ফুটবলার মেসির! জন্মদিনের দিনই জানালেন পিএসজি ছাড়ার কারণ!

Lionel Messi Birthday | ৩৬-এ পা বিশ্বখ্যাত ফুটবলার মেসির! জন্মদিনের দিনই জানালেন পিএসজি ছাড়ার কারণ!
Key Highlights

আজ জন্মদিন ফুটবল ম্যাজিশিয়ান লিওনেল মেসির। জন্মদিনের দিনই পিএসজি ছাড়ার নেপথ্যে ফরাসী ক্লাবের সমর্থকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মেসি।

আজ অর্থাৎ ২৪সে জুন ফুটবল ম্যাশিয়ন লিওনেল মেসির (Lionel Messi) জন্মদিন। চলতি বছরে ৩৬ বয়সে পা রাখলেন মেসি। ইতিমধ্যেই গোটা ফুটবল জগৎ থেকে শুরু করে মেসি ভক্তরা শুভেচ্ছা বার্তাতে ভরিয়ে দিয়েছেন গোটা সোশ্যাল মিডিয়া।

মাত্র ৩৫ বছরে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বিশ্বকাপে নজির করেছেন ৫ বার। এতো কম বয়সেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ (World Cup) জিতিয়েছেন মেসি। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিও রয়েছে মেসির দখলে। এখনও অবধি বিশ্বকাপের মঞ্চে মোট ২৬টি ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। উল্লেখ্য, লিওনেল মেসি কাতার বিশ্বকাপে (World Cup in Qatar) আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে জেতানো ছাড়াও অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ রেকর্ডও গড়েন। ১৯টি ম্যাচে তিনি আর্জেন্টিনার হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি।

বিশ্বকাপে মোট ১১ বার ম্যাচের সেরা হয়েছেন লিও। যার মধ্যে কাতার বিশ্বকাপেই তিনি পাঁচ বার ম্যাচের সেরা হয়েছেন। এছাড়াও টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ফুটবলাররা মোট ১৫টি গোল করেছিলেন। যার মধ্যে মেসি একাই করেন ৭টি গোল। তবে ইতিমধ্যেই ফুটবল কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, আর কিছু জেতার বাকি নেই তার। তবে অধিকাংশ মেসি সমর্থকের ধারণা,আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেও ক্লাব ফুটবলটা তিনি ঠিকই চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বার্সেলোনা (Barcelona) ছেড়ে পিএসজিতে (PSG) যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ২ মরসুম কাটতে না কাটতেই পিএসজির সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে আর্জেন্টাইন মহাতারকার। প্যারিসের ক্লাব ছেড়ে বর্তমানে লিওনেল মেসি আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে (American club Inter Miami) যোগ দিয়েছেন। ফুটবল কেরিয়ারে প্রথমবার ইউরোপীয় ফুটবলের গণ্ডির বাইরে পা রাখলেন মেসি। তবে পিএসজি ছাড়ার কারণ নিয়ে উঠেছিল নানান জল্পনা। এবার ফুটবল তারকার জন্মদিনে নিজেই এই বিষয়ে মুখ খুললেন মেসি।

নিজের ৩৬ তম জন্মদিনের আবহে পিএসজি ছাড়ার কারণ নিয়ে ফরাসী ক্লাবের সমর্থকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে মেসি জানান, প্রথমে প্যারিসের ফ্যানেদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও হঠাৎ করে তাদের আচরণে বদল আসে। এছাড়াও প্যারিস সমর্থকদের একটি বড় অংশের সঙ্গে ফাটল ধরে গিয়েছিল বলেও জানান তিনি। এমবাপে (Mbappe) এবং নেইমারের (Neymar) সঙ্গেও একই ঘটনা ঘটেছিলো বলেও জানান মেসি।

প্রথমে প্যারিসের ফ্যানেদের সঙ্গে আমার সম্পর্ক ভালই ছিল। ওরা আমাকে উৎসাহ দিতে। কিন্তু হঠাৎ করে ওদের একটা অংশের আচরণ পুরো বদলে যায়। প্যারিস সমর্থকদের একটি বড় অংশের সঙ্গে ফাটল ধরে গিয়েছিল। তবে এটা আমার উদ্দেশ্য ছিল না। এমবাপে এবং নেইমারের সঙ্গেও এটি আগে ঘটেছে এবং আমি জানি, এটাই ওরা করে থাকে।

লিওনেল মেসি

প্রসঙ্গত, আর্জেন্টিনার রোজারিও শহরে (Rosario, Argentina) ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা। এরপর শারীরিক সমস্যায় আক্রান্ত হন তিনি। চিকিৎসার জন্য ২০০০ সালে চলে আসেন বার্সেলোনায় (Barcelona)। পরে যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। তারপর থেকেই টানা ২ দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন এই আর্জেন্টাইন তারকা। নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল এবং পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। অপরদিকে, আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ১০৭৫ ম্যাচে এখনও ১০৩ গোল করেছেন। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে এখনও ৮০৭ গোল করেছেন মেসি।

বার্সেলোনার হয়ে মেসি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ১০টি লা লিগা (La Liga), ৮ স্প্যানিশ সুপার কাপ (Spanish Super Cup), ৭টি কোপা দেল রে (Copa del Rey), ৪টি চ্যাম্পিয়ন্স লিগ (Champions League), ৩টি ক্লাব বিশ্বকাপ (World Cup) এবং ৩টি ইউরোপিয়ান সুপার কাপ (European Super Cup) জিতেছেন মেসি। এছাড়াও ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নপূরণ করেন মেসির। কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে ফিনালিসিমা (Finalsima) এবং অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপ (Qatar World Cup) জিতে নিজের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেন মেসি। পাশাপাশি মন জয় করে নেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীদেরও।


Aurora in India | ব্রিটেন, ফ্রান্স, ইতালি থেকে লাদাখ! অন্ধকার আকাশে অরোরার রংবেরঙের খেলা! তবু কেন উদ্বেগ বৈজ্ঞানিকদের মধ্যে?দেখুন ভিডিও!
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
আজকের সেরা খবর | WhatsApp-এ নেওয়া যাবে না স্ক্রিনশট! ইউজারদের নিরাপত্তার জন্য নয়া ফিচার আনছে মেটা!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali