বিজ্ঞান ও প্রযুক্তি

Manhole Cleaning Robot | মানুষ নয়, এবার কলকাতার রাস্তার ম্যানহোল পরিষ্কার করবে রোবট!

Manhole Cleaning Robot |  মানুষ নয়, এবার কলকাতার  রাস্তার ম্যানহোল পরিষ্কার করবে রোবট!
Key Highlights

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীদের মৃত্যু এড়াতে বিশেষ পদক্ষেপ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র।

 এতদিন কেবল বড় আইটি কোম্পানি (IT Company) বা গুরুত্বপূর্ণ কোনও বিষয়ের ক্ষেত্রেই দেখা যেত রোবটের (Robot) ব্যবহার। তবে এবার কলকাতার (Kolkata) রাস্তাতেও দেখা যাবে যন্ত্রমানব। যা কি না পরিষ্কার করবে ম্যানহোল (Manhole Cleaning Robots)।

সময়ের সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। সেই সঙ্গে সহজ হচ্ছে মানব জীবনের কাজও। ধীরে  ধীরে সব রকম পেশার কাজেই কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে নানারকম আধুনিক যন্ত্র (Advanced Machine) বা কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। জানা গিয়েছে, রাস্তার ম্যানহোল পরিষ্কার করতে নেমে কর্মীর মৃত্যুর এবং দুর্ঘটনা এড়াতে যন্ত্রমানবের ব্যবহার করতে চলেছে সরকার। জানা গিয়েছে, এবার থেকে নিউটাউনে (Newtown) মানুষের বদলে এই রোবট রাস্তার ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করবে।

ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করার জন্য এই যন্ত্রমানবের ব্যবহারের উদ্যোগ নিয়েছে নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র (NKDA)। আপাতত এই কাজের জন্য তিনটি রোবট কেনা হয়েছে। যা কন্ট্রোলরুমে (Control Room) বসেই মনিটার (Monitoring) করা যাবে। এনকেডিএ সূত্রে খবর, সব ঠিক থাকলে পরিস্থিতি বুঝে ভবিষ্যতে এরকম যন্ত্রমানব আরও কেনা হবে।

প্রসঙ্গত, ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে আহত বা নিহতের বহু ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্য, দেশ। এরকম ঘটনায় মৃত্যুর খবর সামনে আসে অহরহ। ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীদের মৃ্ত্যুর ঘটনা নিয়ে এর আগেও সংসদে উত্থাপিত হয়েছিল। কিন্তু সরকারের কাছে সেই নিয়ে কোনও পরিসংখ্যান নেই বলে জানানো হয়। যদিও গতবছরের গোড়ার দিকে 'ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারী' (NCSK)-এর পরিসংখ্যানে দেখা যায়, ম্যানহোল পরিষ্কার করতে নেমে সাফাইকর্মীদের মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষে রয়েছে তামিলনাড়ু (Tamil Nadu)। এই পরিসংখ্যানের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে গুজরাত (Gujarat)। উল্লেখ্য, কেবল সফাইকর্মীদের ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যুর ঘটনার পরিসংখ্যানই নয়,  ম্যানহোল পরিষ্কার করেন যাঁরা, তাঁদের আলাদা পরিসংখ্যানও সরকারের কাছে নেই বলে একাধিক বার অভিযোগ ওঠে।

ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীদের মৃত্যু ও দুর্ঘটনা এড়াতেই যন্ত্রমানবের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে  নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (Newtown-Kolkata Development Authority)। এনকেডিএ জানিয়েছে, দেশের মধ্যে সর্ব প্রথম নিউটাউনেই  রোবটিং ম্যানহোল ক্লিনিং (Roboting Manhole Cleaning) ব্যবস্থার সূচনা করা হল।

কেবল ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করাই নয়, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে এই রোবট। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই রোবটে রয়েছে সেন্সর (Sensor) এবং ক্যামেরা (Camera)। যার সাহায্যে ভূগর্ভস্থ নিকাশির মধ্যে কোথায় আবর্জনা আটকে আছে, তা খুঁজে বের করবে এই যন্ত্রমানব। পাশাপাশি সেন্সরের সাহায্যে ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে এই রোবট। প্রাণহানি এড়াতে নিউ টাউনে মানুষের পরিবর্তে রোবট ব্যবহারকে স্বাগত জানিয়েছেন বড় অংশের মানুষ। এছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে স্মার্ট সিটি নিউটাউন আরও স্মার্ট হওয়ার পথে এক ধাপ এগোবে বলেই ধারণা প্রশাসনের।


IPL Auction 2025 । "ওল্ড ইজ গোল্ড", বাজেট ছিল ৫১ কোটি, প্রায় অর্ধেক টাকা খরচ করে আইয়ারকে ফেরালো কেকেআর
IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
RG Kar | আদালতে আসাই বন্ধ সঞ্জয় রায়ের! জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন আরজিকরের অভিযুক্ত! মুখ বন্ধের নয়া অস্ত্র?
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali