"বুলেট ট্রেন আসলে ভাঁওতাবাজি," কেন্দ্রকে এরূপ কটাক্ষ করে সমালোচনার মুখে তৃণমূল সাংসদ নুসরাত জাহান
তৃণমূল সাংসদ নুসরাত জাহান সম্প্রতি দাবি করেন, ভারতের মাটি জাপানের মতো নয়, ফলে এই দেশে বুলেট ট্রেন চালানোর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভবই নয়।
কেন্দ্র সরকারের বুলেট ট্রেন আসলে স্রেফ ‘ভাঁওতাবাজি’! সম্প্রতি ভারতে কেন্দ্র সরকারের বুলেট ট্রেন প্রকল্পকে নিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান।
কেন্দ্রের বিরুদ্ধে এরূপ মন্তব্যে কেন করলেন অভিনেত্রী?
দেশের মাটির গঠন ও গুণমানের কথা উল্লেখ করে অভিনেত্রী তথা সাংসদ নুসরাত দাবি করেন, ভারতের মাটি জাপানের মতো নয়, ফলে এই দেশে বুলেট ট্রেন চালানোর প্রকল্প বাস্তবায়ন সম্ভবই নয়। কেন্দ্রে নরেন্দ্র মোদির বিজেপি সরকারের সমালোচক তৃণমূল সাংসদ নুসরাত তাঁর সংসদীয় বক্তৃতার একটি ফুটেজ শেয়ার করেছেন যেখানে তিনি কেন্দ্রকে সওয়াল করেছিলেন।
টুইট করে অভিনেত্রী তথা তৃণমূল সংসদ নুসরাত জানিয়েছেন, “ভারতে জাপানের মতো বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেশের কাছে ভাঁওতাবাজি। ভারতের মাটিতে এমন রেলপথ স্থাপন করা সম্ভবই নয়। রাস্তার ধারে আয়োজিত কোনও বৈঠক নয়, এটা বিজ্ঞান।”
- Related topics -
- সেলিব্রিটি
- নুসরত জাহান
- তৃণমূল সাংসদ
- অভিনেত্রী
- বুলেট ট্রেন