Key Highlights
তদন্ত করতে গেলে রাজ্য কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়কেকে ‘মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লোক’ বলে কার্যত ‘ঘাড়ধাক্কা’ দেওয়া হয় বলে অভিযোগ।
কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে এবার "তিলজলা কাণ্ড" নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল। অভিযোগ অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনকে না জানিয়েই তিলজলায় মৃত শিশুর বাড়িতে পৌঁছে যান NCPCR-এর চেয়ারপার্সন-সহ গোটা টিম। এমনকি ঘরের দরজা বন্ধ করে শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারা। কিন্তু অদ্ভুত বিষয়, সেইসময় সেখানে পৌঁছলে রাজ্য কমিশনের চেয়ারপার্সনকে ‘মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লোক’ বলে কার্যত ‘ঘাড়ধাক্কা’ দেওয়া হয় বলে অভিযোগ। এবিষয়ে সরব হয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানও।
তিলজলায় শিশু খুনের পিছনে প্রাথমিক ধারণা ছিল যে সেখানে তান্ত্রিক যোগ রয়েছে। যদিও বা পরে তা অস্বীকার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট চেয়ে রাজ্যের মুখ্যসচিব ও ডিজির কাছে চিঠিও পাঠিয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন।
- Related topics -
- রাজ্য
- রাজ্য কমিশন
- কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন