Donald Trump | ট্রাম্প নাকি ‘বদ্ধ পাগল’! মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে পথে নেমেছেন বিক্ষুব্ধ জনগণ!
Sunday, April 6 2025, 5:52 am
Key Highlightsযে ট্রাম্প এত বিপুল জনসমর্থন পেয়েছিলেন, তার বিরুদ্ধেই হাজার হাজার মানুষ পথে নামল। চলল বিক্ষোভ, স্লোগান।
বিপুল জনসমর্থন পেয়ে দ্বিতীয়বারের জন্যে আমেরিকার মসনদে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের একের পর এক হঠকারী সিদ্ধান্তে ক্ষুদ্ধ মার্কিনিরা। বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপতেই আমেরিকায় আর্থিক মন্দার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে তাতেও থামছেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট! প্রতিবাদে পথে নেমেছেন মার্কিনবাসী। শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক, হিউস্টন, ফ্লোরিডা, কলোরাডো, লস অ্যাঞ্জেলস সহ একাধিক জায়গায় বিক্ষোভ মিছিলে বের হয় প্রায় ১০হাজার মানুষ। তারা কেউ কেউ ট্রাম্পকে ‘বদ্ধ পাগল’ বলেছেন, কেউ বলছেন ‘শেতাঙ্গের মনমর্জি’।

