Indian Cricket Team | ফিরছে বিশ্বকাপজয়ী ইন্ডিয়ান ক্রিকেট টিম! দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-ভিকট্রি মার্চের কর্মসূচি!

Wednesday, July 3 2024, 1:26 pm
highlightKey Highlights

অবশেষে কাপ নিয়ে দেশের উদ্যেশ্যে রওনা দিয়েছেন ২০২৪টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল (2024 t20 world cup india squad)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহের উদ্যোগে ভারতের স্থানীয় সময় ৩ তারিখ দুপুর নাগাদ এয়ার ইন্ডিয়ার চার্টার্ড বিমানে ওঠেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। জানা গিয়েছে, দেশে ফিরলেই ভারতীয় ক্রিকেট দল এবং কোচিং স্টাফদের একাধিক কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল যে বিমান চেপে দেশে ফিরছেন তাতেও রয়েছে চমক।


২৯ জুন সে জুন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (india vs south africa t20) বিশ্বকাপ ম্যাচে জয় পেয়েছে ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৪(India T20 World Cup Squad 2024)। এরপর থেকেই গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজ। তবে এখনও যে দেশেই ফিরতে পারেননি নায়করা। কারণ বিশ্বকাপ জয়ের পর থেকেই বার্বাডোজে হারিকেন ঝড় ওঠে! তবে অবশেষে কাপ নিয়ে দেশের উদ্যেশ্যে রওনা দিয়েছেন ২০২৪টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল (2024 t20 world cup india squad)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহের উদ্যোগে ভারতের স্থানীয় সময় ৩ তারিখ দুপুর নাগাদ এয়ার ইন্ডিয়ার চার্টার্ড বিমানে ওঠেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। জানা গিয়েছে, দেশে ফিরলেই ভারতীয় ক্রিকেট দল এবং কোচিং স্টাফদের একাধিক কর্মসূচি রয়েছে।  উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল যে বিমান চেপে দেশে ফিরছেন তাতেও রয়েছে চমক।

আশা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দিল্লিতে অবতরণ করবে ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড ২০২৪(India T20 World Cup Squad 2024)। এরপর ভারতীয় ক্রিকেট দলকে দিল্লির কোনও একটি পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁরা বিশ্রাম করবেন। তার আগে বিমানবন্দরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা টিম ইন্ডিয়াকে স্বাগত জানাবে। এরপর সকাল ১১টা নাগাদ ২০২৪টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল (2024 t20 world cup india squad) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন এবং তাঁদের জয়ের জন্য শুভেচ্ছা জানাবে। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে আলাদা করে সম্মান জানাবেন প্রধানমন্ত্রী।

এরপর টিম ইন্ডিয়া নয়াদিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে। সেখানে বিকেল পাঁচটায় ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে ভিকট্রি মার্চ বেরোবে। হুড খোলা বাসে ভারতীয় ক্রিকেটার এবং কোচিং স্টাফদের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তাছাড়াও বিভিন্ন জায়গায় ভারতীয় ক্রিকেটারদের উপরে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এরপর সকল ক্রিকেটার নিজেদের বাড়ি ফিরে যাবেন।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দেশের সংবাদমাধ্যমের কর্মীরাও একই বিমানে ফিরে আসছেন। তাঁরাও এই প্রবল দুর্যোগে আটকে গিয়েছিলেন। কয়েকজনের তো আবার টিকিটও বাতিল হয়ে গিয়েছিল। তাঁরা বুকিং পাচ্ছিলেন না। বিসিসিআই সচিব এই ২২জন ক্রীড়া সাংবাদিককেও এই চাটার্ড বিমানে তুলে নিয়েছেন। বিমানে উঠেই রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ছবি পোস্ট করে লিখেছেন, ‘কামিং হোম।’ উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে দেশে ফেরত আসা এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমানটিতে রয়েছে বিশেষ চমক।কারণ এই বিমানটির নাম দেওয়া হয়েছে, AIC24WC। অর্থাৎ এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ২৪ ওয়ার্ল্ড কাপ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File