G20 FMM: "ক্ষমতা হারানোর পর প্রতিশোধ নিতে ফুঁসছে পশ্চিমারা", তোপ রাশিয়ার

Wednesday, March 1 2023, 9:31 am
highlightKey Highlights

গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রথম ভারত সফর।


আজ ১লা মার্চ, ২০২৩, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স এক বছর পূর্ণ হল। বছর ঘুরে গেলেও কিন্তু এখনও সংঘর্ষ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্বায়নের যুগে হাজার হাজার কিলোমিটার দূরের এই রক্তক্ষয়ী সংগ্রামের উত্তাপ ভারতে ভালোভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সরকারকে কূটনৈতিক দড়িতে একটি কঠিন ভারসাম্য রক্ষার কাজ করতে হবে। কিন্তু তার আগেই দিল্লিতে জি-টোয়েন্টি বৈঠকের আগে পশ্চিমাদের বিরুদ্ধে তোপ দাগল রাশিয়া। এই বছর G20 গ্রুপের সভাপতি হল ভারত। আজ দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

বিগত কয়েকদিন আগে রাশিয়া (Russia) অভিযোগ করেছে পশ্চিমি দেশগুলি জি-২০ সম্মেলনকে অযথা অস্থির করে তুলছে। এমনকি কয়েকটি দেশ ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা করে জি-২০ বৈঠকে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাবও জমা দিলেও সেখানে সই করতে রাজি হয়নি রাশিয়া ও চিন। এই নিয়ে তীব্র মতবিরোধ শুরু হয় বেঙ্গালুরুর জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনে। এই ঘটনার পরেই রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আসলে ভারতকে (India) ব্ল্যাকমেল করতে চাইছে পশ্চিমি দেশগুলি এবং সেই স্থানে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে তারা।

রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

বিশেষভাবে উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কিন্তু সেবছর নাকি রেগেমেগে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রুশ বিদেশমন্ত্রী ল্যাভরভ। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File