শহর কলকাতা

Nabanna Abhiyan | নবান্নে-কালীঘাটে ‘নো-এন্ট্রি’, 'মিছিলের অনুমতি নেওয়া হয়নি'- দাবি রাজ্য পুলিশের

Nabanna Abhiyan | নবান্নে-কালীঘাটে ‘নো-এন্ট্রি’, 'মিছিলের অনুমতি নেওয়া হয়নি'- দাবি রাজ্য পুলিশের
Key Highlights

এই অভিযানের জন্য হাওড়া পুলিশ কমিশনারেট বা লালবাজারের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি বলে শুক্রবার দাবি করল রাজ্য পুলিশ।

আরজিকরের ঘটনার ১ বছর পূর্ণ হয়েছে। ন্যায়বিচারের দাবিতে শুক্রবার রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মশাল মিছিল, এই মিছিল শ্যামবাজার পর্যন্ত যাবে। শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার মা-বাবা। যদিও রাজ্য পুলিশ জানিয়েছে এই অভিযানের জন্য হাওড়া পুলিশ কমিশনারেট বা লালবাজারের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। সাংবাদিক বৈঠক করে পুলিশমহল জানিয়েছে, নবান্ন চত্বরে জমায়েত বা মিছিল করা যাবে না। শনিবারের জন্য বাইরের জেলা থেকে প্রায় ১৫০০ জন পুলিশ কর্মীকে রাজ্যে আনা হচ্ছে।