Sunspot | ঝিমিয়ে রয়েছে সূর্য! এই ‘ ঘুমন্ত দশা ‘ নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?
Tuesday, July 9 2024, 9:34 am
Key Highlights
বর্তমানে একেবারেই ঝিমিয়ে রয়েছে সূর্য। এমনটাই জানা গিয়েছে সূর্যের কক্ষপথে পাঠানো মহাকাশযান থেকে।
বর্তমানে একেবারেই ঝিমিয়ে রয়েছে সূর্য। এমনটাই জানা গিয়েছে সূর্যের কক্ষপথে পাঠানো মহাকাশযান থেকে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ২০২০ সালে পাঠানো সূর্যযান দ্বারা জানা গিয়েছে সূর্য এখন রয়েছে প্রায় ঘুমন্ত দশায়। অর্থাৎ সূর্যে এখন সানস্পট চলছে না। সূর্যের মধ্যে আণবিক বিস্ফোরণের চক্রকে বলে সানস্পট। বিজ্ঞানীরা অবশ্য বলছেন যে সূর্যের এই ঝিমিয়ে পড়াটাও এক স্বাভাবিক ঘটনা। আপাতত নিষ্ক্রিয় দশা চললেও খুব তাড়াতাড়িই আবার সক্রিয় দশায় ফিরবে।
আজকের খবর
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- মহাকাশ
- মহাকাশযান
- সূর্য