6G Network In India : ভারতে সিক্স-জি নেটওয়ার্ক লঞ্চের দিনক্ষণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী !
ভারত সরকার এই দশকের শেষ নাগাদ সিক্স-জি (6G) টেলিকম চালু করার লক্ষ্যমাত্রা নিচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ঘোষণা করেছেন, "সংযোগ, ২১ শতকে দেশের অগ্রগতি নির্ধারণ করবে এবং তাই আধুনিক দিনের পরিকাঠামো চালু করা দরকার।"
বিশ্বের অন্যতম বড় মোবাইল প্রস্তুতকারী ব্র্যান্ড হল নোকিয়া (Nokia)। একাধিক দুর্দান্ত ফিচার ফোন থেকে স্মার্টফোন সবই রয়েছে তাদের একই ছাতার তলায়। ফোন তৈরির পাশাপাশি Nokia-র তরফে টেলিকমিউনিকেশনের বিভিন্ন ডিভাইসও তৈরি করা হয়।
প্রতিটি বেসরকারি সংস্থা এখন 5G প্রযুক্তির ইতিমধ্যে পরীক্ষামূলক ব্যবহার করে ফেলেছে। Airtel-এর ক্ষেত্রে পুরোপুরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছে Nokia। অর্থাৎ ভারতে Nokia-র ডিভাইস ব্যবহার করে 5G পরিষেবা দেবে Airtel। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে 5G পরিষেবা ট্রায়াল করেছে ওই দুই সংস্থা। আগামী কয়েকমাসের মধ্যে ভারতেও চালু হবে 5G প্রযুক্তি।
বাণিজ্যিকভাবে 2030 সালের মধ্যে 6G পরিষেবা চালু করা হবে।
যদিও 2030 সালে 6G পরিষেবা চালু হলেও ভারতে চালু হতে আরও কয়েক বছর সময় লাগবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এদিকে 5G পরিষেবা আর কয়েক মাসের মধ্যেই চালু হবে দেশে। বেসরকারি মোবাইল সংস্থাগুলি জানিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিক থেকে BSNL ছাড়া সব বেসরকারি সংস্থাগুলি 5G পরিষেবা চালু করবে।
- Related topics -
- প্রযুক্তি
- বিজ্ঞান ও প্রযুক্তি
- নেটওয়ার্ক
- সিক্স জি