Delhi Weather: উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের দ্বিতীয় ইনিংস, দিল্লির তাপমাত্রা ১.৪ ডিগ্রি !
দিল্লিবাসী কয়েকদিনের শৈত্যপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেলেও ফের হাড় কাঁপানো ঠান্ডায় উত্তর-পশ্চিম ভারতে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে শৈত্যপ্রবাহ।
বছরের শুরুতে, কোঙ্কনে একটি শৈত্যপ্রবাহ রাজধানীসহ উত্তর-পশ্চিম ভারতকে গ্রাস করেছে। গত ১০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এত দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রার পারদ নেমেছে। দিল্লির বাসিন্দারা কয়েক দিনের শৈত্যপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেলেও, উত্তর-পশ্চিম ভারতে হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে ইনিংস খেলতে নেমেছে শৈত্যপ্রবাহ।
রবিবার সকাল থেকেই দিল্লির তাপমাত্রার পরিবর্তনের আভাস পাওয়া গেছে। রবিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে দিল্লির তাপমাত্রা অনেকটাই কমে গেছে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা ছাড়াও উত্তরপ্রদেশের কিছু অংশ, চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু এলাকায় ঠান্ডার কারণে তাপমাত্রা কমেছে। আগামী ৩ দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমতে পারে এবং ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়াবিদরা অনুমান করেছেন যে উত্তর-পশ্চিম ভারত ব্যতীত মধ্য ভারতের কিছু অংশে ন্যূনতম তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উত্তর ভারতে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে।
There has been heavy snowfall in the Himalayan region due to a strong western disturbance (WD). Cold northwesterly winds started sweeping the plains after the WD retreated on January 14. The sharp dip in the temperature is due to clear skies which allowed the infrared radiation (heat from the sun) to escape back into space at night.
শৈত্যপ্রবাহের কারণে রাজস্থানের উদয়পুরের সমস্ত স্কুল আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, বেসরকারী স্কুলগুলিকে 19 থেকে ২২ জানুয়ারী পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মৌসম ভবনের মতে, আগামী ১৮ই জানুয়ারির পরে পশ্চিমা ঝড়ের কারণে তাপমাত্রা উপরে উঠতে পারে। আবহাওয়াবিদরা একেবারে প্রয়োজন না হলে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময়ে কী ধরনের গরম পোশাক পরা উচিত তাও ওই নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে।
মৌসম ভবনের আধিকারিকরা জানিয়েছেন যে, শুধুমাত্র একটি গরম পোশাকের পরিবর্তে একজনের একাধিক গরম পোশাক পরা উচিত। আঁটসাঁট গরম কাপড়ের পরিবর্তে বেশ কয়েকটি ঢিলেঢালা কাপড় একে অপরের উপরে রাখলে তা ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করতে পারে। আবহাওয়াবিদদের মতে, যদি ঠাণ্ডা বা প্রচণ্ড ঠাণ্ডা পরিস্থিতি দেখা দেয়, দিল্লিবাসীরা গরম পশমের পোশাক পরে নিজেকে ঠান্ডা থেকে রক্ষা করতে পারে। এছাড়াও তারা দিল্লিবাসীদের মাথা, ঘাড়, হাত ও পা ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন।
- Related topics -
- আবহাওয়া
- নয়াদিল্লি
- আবহাওয়া দফতর
- ঋতু
- ঋতু পরিবর্তন
- শীত ঋতু