দেশ

ISRO Chandrayaan 3 | আগামীকাল ইতিহাস তৈরী করতে চলেছে চন্দ্রযান-৩! কোথায় দেখবেন লাইভ টেলিকাস্ট?

ISRO Chandrayaan 3 | আগামীকাল ইতিহাস তৈরী করতে চলেছে চন্দ্রযান-৩! কোথায় দেখবেন লাইভ টেলিকাস্ট?
Key Highlights

২৩ সে অগাস্ট বিকেল ৫টা ২০ মিনিট থেকে শুরু হবে চন্দ্রযান-৩ এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের প্রক্রিয়া। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে স্পর্শ করবে চাঁদের মাটি।

গোটা দেশের নজর একদিকেই। 'চন্দ্রযান ৩'! রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। আগামীকালই অর্থাৎ ২৩সে অগাস্ট হতে ভারতের ইতিহাসে, বলা বাহুল্য বিশ্ব ইতিহাসের এক চিরস্মরণীয় দিন। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে ইসরোর চন্দ্রযান-৩ (ISRO Chandrayaan-3)। ইতিহাস তৈরির অপেক্ষায় প্রহর গুনছেন দেশবাসী। তাদেরই ভার্চ্যুয়ালে চাঁদের ভ্রমণ করলো ভারতের গর্ব 'চন্দ্রযান ৩'।

আজ অর্থাৎ মঙ্গলবার, চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করার ঠিক আগের দিনই চন্দ্রপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার উপর থেকে ছবি তুলেছে চন্দ্রযানের ‘ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা’ (Lander Position Detection Camera)। সেই ছবিতে ফুটে উঠেছে ধূসর গোলকের গায়ে এবড়োখেবড়ো সব গর্ত। ইসরো এক্স হ্যান্ডেলে (টুইটার) চন্দ্রযান-৩ এর তোলা ছবি প্রকাশ করে জানিয়েছে, গত ১৯সে অগাস্ট ওই ছবিটি তুলেছিল ইসরোর চন্দ্রযান ৩। উল্লেখ্য এর আগেও চাঁদের ছবি পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organization) তৃতীয় চন্দ্রযানটি।

ইসরো জানিয়েছে, এখনও পর্যন্ত চন্দ্রযান-৩ এর যাত্রা সব ঠিকভাবেই চলছে। পরিকল্পনা মতো চাঁদের পৃষ্ঠে বুধবার সন্ধ্যা ৬টার পরে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত পরিকল্পনা মতোই এগিয়ে চলেছে ইসরোর এই মহাকাশযান। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধ্যাপক মায়াঙ্ক এন ভাহিয়া (Tata Institute of Fundamental Research former professor Mayank N Vahia) সোমবার ভারতের চন্দ্রাভিযান সম্পর্কে বলেছেন, ২০০৮ সালের অক্টোবরে চন্দ্রযান-১-এর (Chandrayaan-1) মাধ্যমে ভারতের চন্দ্রযাত্রা সূচনা ঘটে। চাঁদে জল রয়েছে, তার প্রমাণ মেলে এই মিশন থেকেই। তখন থেকেই পরিকল্পনা করা হয় চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠানো হবে ভবিষ্যতে। এখানেই ভূরি ভূরি বরফ থাকার সম্ভাবনা।

এই লক্ষ্যেই  ২০১৯ সালে যাত্রা শুরু করে  চন্দ্রযান ২ (Chandrayaan 2 )। তবে বেশ কিছু কারণে ব্যর্থ হয় এই মিশন। তবে চন্দ্রযান-২ অরবিটারটি সফল ভাবে কাজ করেছে। এমনকি 'ভাই' চন্দ্রযান-৩ এর উদ্দেশ্য পূরণ করতে সাহায্যও করছে চন্দ্রযান-২। ইসরোর তরফে টুইটে চন্দ্রযান-২ এর পক্ষ থেকে 'স্বাগত' জানানো হয়েছে চন্দ্রযান-৩-কে। চন্দ্রযান-২-এর অরবিটারটি আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানিয়ছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউলকে (LM)। ইসরো জানিয়েছে, দু'জনের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপিত হয়েছে।

১৪ই জুলাই ভারতের মাটি ছেড়ে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলো ইসরোর চন্দ্রযান-৩। ধীরে ধীরে একের পর এক ধাপ পেরিয়ে আগামীকাল চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ইতিহাস রচনা করবে ভারতের মহাকাশযান। উল্লেখ্য, এই একই উদ্দেশ্য নিয়ে চাঁদের দক্ষিণ মেরু ছোয়ার দৌড়ে সামিল হয়েছিল রাশিয়ার লুনা ২৫ (Luna 25)। কিন্তু যান্ত্রিক গোলোযোগে চাঁদের মাটিতে ভেঙে পরে রাশিয়ার চন্দ্রযান। ফলে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়ার লক্ষ্যে এখন রয়েছে কেবল চন্দ্রযান-৩ ই।

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, ২৩ অগাস্ট, বুধবার চন্দ্রযানের সফট ল্যান্ডিং প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং দেখানো হবে একাধিক প্ল্যাটফর্মে। ড্রয়িং রুমে বসেই চাঁদের পিঠে চন্দ্রযানের অবতরণ দেখার সুযোগ মিলবে। বিকেল ৫টা ২০ মিনিট থেকে শুরু হবে লাইভ সম্প্রচার। অর্থাৎ সব ঠিক থাকলে চাঁদে অবতরণের শেষ ৪৪ মিনিটের যাত্রাপথ সরাসরি সম্প্রচার করা হবে। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in, ইসরোর ইউটিউব চ্যানেল , ইসরোর ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনাল (DD National) টিভি চ্যানেলে সম্প্রচার হবে চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং। বুধবার যদি চাঁদে নামতে পারে চন্দ্রযান ৩-র ল্যান্ডার 'বিক্রম', তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে আমাদের দেশ, ভারত! চাঁদে অবতরণের পর একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কাজ সংগঠিত করবে চন্দ্রযান-৩। জানা গিয়েছে, ইসরোর চন্দ্রযান-৩, বর্তমানে ২৫ কিমি x ১৩৪ কিমি কক্ষপথে রয়েছে। ২৩ আগস্ট, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে চন্দ্রযান -৩ এর।


Prafulla Dhariwal | চ্যাটজিপিটি-4o এর সাফল্যের নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত! 'তাঁকে ছাড়া সম্ভব হতো না' জানালেন স্যাম অল্টম্যান!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Zepto Company | করোনাকালে পড়াশোনা ছেড়ে বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করেন ১৯ বছরের যুবক! বর্তমানে রিলায়েন্স-টাটাকে টেক্কা দিচ্ছেন কোটিপতি Zepto-র সিইও আদিত!
বাংলাদেশী জিনবিজ্ঞানী  আবেদ চৌধুরীর জীবনী, Biography of scientist Abed Chaudhury in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য