ISRO Chandrayaan 3 | 'অসম্পূর্ণ', তবে বিফলে নয়! চন্দ্রযান-৩কে চাঁদে অবতরণে সাহায্য করছে চন্দ্রযান ২!

Saturday, August 19 2023, 1:22 pm
highlightKey Highlights

প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে গতি কমিয়ে চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩। শনিবার রাতেই ফের গতি কমাবে মহাকাশযানটি। অবতরণে সাহায্য করছে চন্দ্রযান ২।


আর কয়েকটা দিন, তারপরেই ইতিহাস তৈরী করতে চলেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে ইসরোর চন্দ্রযান ৩ (ISRO Chandrayaan 3)। অবতরণের জন্যই ক্রমশ ধাপে ধাপে এক একটি পর্যায় অতিক্রম করছে ভারতের এই মহাকাশযান। গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই গতি কমাতে শুরু করেছে ' বিক্রম ' ল্যান্ডার (Vikram Lander)। এরপর আজ অর্থাৎ শনিবার রাতে ফের গতি কমাবে মহাকাশযান। সম্প্রতি ইসরো জানিয়েছে, চন্দ্রযানের সাস্থ্য ভালো আছে। পরিকল্পনা মাফিক ধীরে ধীরে নিজের গন্তব্যে এগিয়ে চলেছে সে। এমনকি চন্দ্রযান ৩ এর এই যাত্রায় তাকে সাহায্য করছে চন্দ্রযান ২ (Chandrayaan 2)।

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে ইসরোর চন্দ্রযান ৩
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে ইসরোর চন্দ্রযান ৩

গত ১৪ই জুলাই ভূমি ছেড়ে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দেয় ইসরোর চন্দ্রযান ৩। এরপর পাঁচ ধাপে প্রথমে পৃথিবীকে প্রদর্শন করে এই মহাকাশযান। এরপর গত ১লা আগস্ট চাঁদের বলয়ে প্রবেশ করে চন্দ্রযান ৩। ৫ই আগস্ট প্রবেশ করে চাঁদের কক্ষপথে। এই কক্ষপথে প্রদক্ষিণ করে ধীরে ধীরে গতি কমিয়েই আগামী ২৩ তারিখ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩। ইতিমধ্যেই, প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়েছে বিক্রম ল্যান্ডার। শুরু করেছে তার একক যাত্রা।

প্রোপালশন মডিউল থেকে ল্যান্ডারটি বিচ্ছিন্ন হওয়ার পর চাঁদের ভিডিও প্রকাশ করেছে ইসরো। দেখুন চন্দ্রযান ৩ এর পাঠানো চাঁদের ভিডিও।

এর আগে ২০১৯ সালে একই লক্ষ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ২। সেও অতিক্রম করেছিল প্রোপালশন মডিউল থেকে বিক্রমের বিচ্ছিন্ন হওয়ার ধাপ। তবে চাঁদের মাটিতে ঠিক ভাবে অবতরণ করতে পারেনি চন্দ্রযান ২। তাবলে কিন্তু সম্পূর্ণ বিফলে যায়নি এই চন্দ্রভিযান। এত দিন ধরে চাঁদ সম্পর্কে নানান তথ্য ইসরোর বিজ্ঞানীদের দিয়ে এসেছে চন্দ্রযান ২। এর পর এবার চন্দ্রযান ৩ এর লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা তার।

 অরবিটারটি নিরাপদ অবতরণের জন্য চাঁদের মাটিতে স্থান চিহ্নিত করেছে
 অরবিটারটি নিরাপদ অবতরণের জন্য চাঁদের মাটিতে স্থান চিহ্নিত করেছে

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রোপালশন মডিউল থেকে নিজেকে আলাদা করে চন্দ্রযান ৩ এর ল্যান্ডারের যোগাযোগ ব্যবস্থা এখন চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যুক্ত করা হবে। গত চার বছর ধরে চাঁদের কক্ষপথে ঘুরছে চন্দ্রযান ২ এর অরবিটার। জানা গিয়েছে, আর্থ স্টেশনের সঙ্গে চন্দ্রযান ২ মিশনের যোগাযোগ নেটওয়ার্ক এমন ভাবে কনফিগার করা হয়েছে যাতে, এর ল্যান্ডারটি চন্দ্রজন ২ অরবিটারে তথ্য পাঠাবে। তারপর সেই তথ্য ইসরো এবং সংস্থাগুলির গ্রাউন্ড স্টেশনগুলোতে পৌঁছে যাবে।

 চন্দ্রযান ৩ এর ল্যান্ডারের যোগাযোগ ব্যবস্থা এখন চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যুক্ত করা হবে
 চন্দ্রযান ৩ এর ল্যান্ডারের যোগাযোগ ব্যবস্থা এখন চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যুক্ত করা হবে

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) একটি সাক্ষাৎকারে বলেন, রেডিও সংকেতগুলো অরবিটার থেকে পৃথিবীতে এসে পৌঁছবে। এই রেডিও সিগন্যালগুলি চন্দ্রযান ২ থেকে আসবে। যোগাযোগ রাখবে চন্দ্রযান ২ এর ল্যান্ডার। এমনকি যদি চন্দ্রযান ৩ এর অরবিটার সঠিকভাবে কাজ না করে তাহলে সেক্ষেত্রে চন্দ্রযান ৩ এর ল্যান্ডারটি পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে।

সব ঠিক থাকলে ২৩ সে আগস্ট সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ইসরোর চন্দ্রযান ৩
সব ঠিক থাকলে ২৩ সে আগস্ট সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ইসরোর চন্দ্রযান ৩

বর্তমানে চাঁদের ১১৩ x ১৫৭ কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করছে চন্দ্রযান ৩। ইতিমধ্যেই এর অরবিটারটি নিরাপদ অবতরণের জন্য চাঁদের মাটিতে স্থান চিহ্নিত করেছে। সব ঠিক থাকলে ২৩ সে আগস্ট সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ইসরোর চন্দ্রযান ৩।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File