Chinmoy Prabhu | ফের জামিন স্থগিত চিন্ময়কৃষ্ণ প্রভুর, নতুন করে রুজু ৪ মামলা!

খুনের মামলা’র মতো পুলিশের কাজে বাধাদান সহ মোট চারটি মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে নতুন করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিল কোর্ট।
গত নভেম্বরে রাষ্ট্রদ্রোহের মামলায় হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ। গত পাঁচ মাস ধরে জেলেই রয়েছেন তিনি। গত ৩০শে এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পেলেও জেল থেকে বেরোতে পারেননি তিনি। চেম্বার কোর্টে সরকার পক্ষের আবেদনে জামিন খারিজ হয়েছে তাঁর। এদিন ফের তাঁর বিরুদ্ধে ৪টি নতুন মামলা রুজু হলো ঢাকা হাইকোর্টে। এর মধ্যে রয়েছে ‘খুনের মামলা’র থেকে পুলিশের কাজে বাধাদান করার অভিযোগ। সব মিলিয়ে চিন্ময়ের জেলমুক্তি কার্যত অসম্ভব হয়ে দাঁড়াল।