Panchayat Election | সোমবার হাইকোর্টে 'পঞ্চায়েত নির্বাচন'? একদিনে ভোট সংক্রান্ত ৭৩টি মামলার শুনানি!

Sunday, July 23 2023, 2:45 pm
highlightKey Highlights

সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন ২০২৩ সংক্রান্ত দায়ের করা প্রায় ৭৩টি মামলার শুনানি। এর মামলার মধ্যে রয়েছে ভোটে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মামলা-সহ একাধিন জনস্বার্থ মামলাও।


চলতি বছরের পঞ্চায়েত নির্বাচন নিয়ে অশান্তির ঘটনা প্রায় রোজই উঠে এসেছে খবরের শিরোনামে। খুন, অশান্তি, সংঘর্ষ, ব্যালট চুরির মত ঘটনা বুথে বুথে দেখেছে গোটা বাংলা। এবার সেই সংক্রান্ত ৭৩টি মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt)। আগামিকাল অর্থাৎ ২৪সে জুলাই, সোমবার কলকাতা হাইকোর্টে একদিনেই ৭৩টি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি হবে বলে খবর।

সোমবার একদিনেই ৭৩টি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি 
সোমবার একদিনেই ৭৩টি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি 

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব থেকে শুরু করে ভোটদান শেষের পরেও দায়ের হয়েছে একাধিক মামলা। যার মধ্যে রয়েছে জনস্বার্থ মামলাও। আইনজীবীদের ধারণা, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে এত দিন পর্যন্ত প্রায় শতাধিক মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলির মধ্যেই সোমবার একদিনে ৭৩টি মামলার শুনানি হবে। উল্লেখ্য, একদিনে ভোট সংক্রান্ত ৭৩টি মালার শুনানির ঘটনা এর আগে দেখা যায়নি। এমনকি এর আগে পঞ্চায়েত এবং এই সংক্রান্ত রাজনৈতিক মামলা নিয়ে বিরক্তি প্রকাশ করে হাই কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, সারা দিন ধরে একই ধরনের এত মামলা শুনতে হচ্ছে যে, সাধারণ মানুষ ভাবছে আদালত হয়তো কাজ করছে না। এমনকি ভোট সংক্রান্ত মামলার জন্য অন্য মামলা শোনা হচ্ছে না বলেও অভিযোগ জানান বিচারপতি। ফলে সোমবার একদিনে ৭৩টি মামলার শুনানির তালিকা। সংক্রান্ত মহলের মন্তব্য, একদিনে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এতগুলি মামলার শুনানির তালিকা দেখে যেন মনে হচ্ছে সোমবার 'হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন'। 

আইনজীবীদের ধারণা, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে এত দিন পর্যন্ত প্রায় শতাধিক মামলা দায়ের হয়েছে
আইনজীবীদের ধারণা, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে এত দিন পর্যন্ত প্রায় শতাধিক মামলা দায়ের হয়েছে

প্রসঙ্গত, বাংলার ২৩ এর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) যেন চিরস্মরণীয় হয়ে থাকবে রাজনীতির ইতিহাসে।এই ভোট নিয়ে পর পর ঘটছে নজরকাড়া ঘটনা। প্রথমেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে রাজ্য জুড়ে শুরু হয় অশান্তি। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্বেই মৃত্যু হয় একাধিকের। এরপর শুরু হয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ঝামেলা। খুব কম সময়ে বিশাল পরিমাণ কোম্পানি বাহিনী আসে রাজ্যে। এমনকি এয়ারলিফট করেও আনা হয়েছে সেনা। তবে তাতেও থামেনি সংঘর্ষ। ভোট চলাকালীন বোমাবাজি, খুন, ব্যালট খেয়ে নেওয়া ও চুরির মত ঘটনা ঘটে অসংখ্য বুথে। এত কাণ্ডের পরেও এখনও গড়িয়ে চলেছে ২০২৩ এর পঞ্চায়েত ভোটের জল। সোমবার এই নির্বাচন নিয়েই একদিনে ৭৩ টি মামলার শুনানি হবে হাইকোর্টে।

জনস্বার্থ মামলার মধ্যে রয়েছে পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তি, কারচুপির অভিযোগ
জনস্বার্থ মামলার মধ্যে রয়েছে পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তি, কারচুপির অভিযোগ

মূলত ছুটির দিন বাদ দিয়ে উচ্চ আদালতের প্রতিদিন মামলার এক তালিকা প্রকাশ হয়। সেই তালিকা অনুযায়ী নির্ধারিত হয় যে কোনদিন কোন মামলার শুনানি হবে। সোমবারের মামলার তালিকা অনুযায়ী, কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৭৩টি মামলার শুনানি হবে। জানা গিয়েছে, ৭৩টি মামলার মধ্যে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Chief Justice TS Sivagnanam) এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য্যের (Justice Hiranmoy Bhattacharya) যৌথ বেঞ্চের অধীনে রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলার মধ্যে রয়েছে পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তি, কারচুপির অভিযোগে বিজেপি (BJP) দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ কয়েক জনের দায়ের করা মামলা। প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে।

রাজ্যে আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন সংক্রান্ত বিষয়েরও শুনানি হবে সোমবার
রাজ্যে আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন সংক্রান্ত বিষয়েরও শুনানি হবে সোমবার

অন্যদিকে, সোমবার বিচারপতি অমৃতা সিংহের (Justice Amrita Singh) একক বেঞ্চে রয়েছে প্রায় ২৮টি মামলা। এর মধ্যে রয়েছে গণনাকেন্দ্রের বাইরে ব্যালট পেপার উদ্ধার হওয়া, ভুয়ো ব্যালট, ভোট বাতিল, ছাপ্পা ভোট, জয়ী প্রার্থী কে? তা নিয়ে বিতর্ক, ভোটের শংসাপত্র-সহ মামলাগুলি। পাশাপাশি বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তিনটি মামলার শুনানিও রয়েছে। ওই মামলাগুলি বিচার করতে পারেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় (Justice Arijit Banerjee) এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের (Justice Apoorva Singh) যৌথ বেঞ্চ।

সোমবার  পঞ্চায়েত ভোটে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মামলার শুনানি
সোমবার  পঞ্চায়েত ভোটে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মামলার শুনানি

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ৭৩টি মামলার মধ্যে বিচারপতি জয় সেনগুপ্তের (Justice Joy Sengupta) এজলাসে রয়েছে ১৬টি  মামলা। এর মধ্যে রয়েছে ভোট পরবর্তী হিংসা, বিরোধীদের উপর অত্যাচার, বিরোধী প্রার্থীদের প্রতি পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ, নিরাপত্তার আবেদন। উল্লেখ্য, এছাড়াও সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) দায়ের করা পঞ্চায়েত ভোটে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মামলা-সহ ভোটের শংসাপত্র না দেওয়ার অভিযোগ, রাজ্যে আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন সংক্রান্ত বিষয়েরও শুনানি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File