Cyclone Biparjoy | বিকেলের মধ্যেই ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'!

Thursday, June 15 2023, 11:08 am
highlightKey Highlights

বৃহস্পতিবার ল্যান্ডফল করতে চলেছে 'বিপর্যয়'। ল্যান্ডফলের সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত। প্রভাব সামাল দিতে প্রস্তুত প্রশাসন।


ইতিমধ্যেই ঘূর্ণিঝড় 'বিপর্যয়'র (Cyclone Biparjoy) ফলে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয়দের উদ্ধার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তারই মধ্যে জানা গিয়েছে, আজ অর্থাৎ ১৫ই জুন বৃহস্পতিবার ল্যান্ডফল করতে চলেছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।

বৃহস্পতিবার ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড়  'বিপর্যয়'
বৃহস্পতিবার ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড়  'বিপর্যয়'
Trending Updates

মৌসম ভবন (Mausam Bhavan) সূত্রে খবর, আজ বিকেলে ৪টে থেকে ৫টার মধ্যেই ল্যান্ডফল করবে 'বিপর্যয়'। আবহাওয়াবিদদের ধারণা, ল্যান্ডফলের সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে স্থলভাগে ঢোকার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে বেগ কমে হবে ১৩৫ থেকে ১২০ কিলোমিটার। ইতিমধ্যেই আরব সাগরে (Arabian Sea) ফুঁসছে বিপর্যয়'।  শুরু হয়েছে জলোচ্ছাস। যার ফলে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে স্থলভাগের উপর।

ল্যান্ডফলের সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার
ল্যান্ডফলের সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার

ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন।  'বিপর্যয়'-কে নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে গুজরাট প্রশাসন (Gujarat Administration)। পরিস্থিতির দিকে নজর রাখতে প্রতিনিয়তই বৈঠকে বসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকালও বৈঠক করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। এরফা আগে উচ্চ পর্যায়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

 প্রায় ৭৪ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে
 প্রায় ৭৪ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উপকূলবর্তী জেলাগুলিতে এনডিআরএফ-র (NDRF) মোট ৩৩টি টিমকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও সেনা (Indian Army), নৌসেনা (Indian Navy) ও উপকূলরক্ষী বাহিনীকেও (Coast Guard) প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত তৈরি রাখা হয়েছে বিএসএফ-কে (BSF)। তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও (Helipad)। প্রয়োজনে সেখান থেকে কপ্টার উড়িয়ে এয়ারলিফট করা হতে পারে বলে জানিয়ে গুজরাট প্রশাসন। এছাড়াও ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৭৪ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা
বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা

কিন্তু প্রশ্ন কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'? এই প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌরাষ্ট্র ও কচ্ছর উপর দিয়ে বয়ে যাবে ঝড়। পাকিস্তানের (Pakistan) বন্দর শহর করাচি (Karachi) ও গুজরাটের মান্ডবির (Mandabi) মাঝে পশ্চিম ভারতের জাখাউ বন্দরের (Jakhau  Port) কাছে হবে 'বিপর্যয়'র ল্যান্ডফল। যার ফলে গুজরাট উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ঝড়-বৃষ্টির প্রচন্ড প্রভাব পড়বে। এমনকি জলোচ্ছাস ও ভারী বৃষ্টির জেরে কচ্ছ (Kutch) এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে যেসকল ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পরিস্থিতির জন্য পর্যাপ্ত শুকনো খাবার, পানীয় জল ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File