Fighter Jet | প্রথম উড়ানে সফল সম্পূর্ণ ভারতে তৈরি Mark 1A! দেশের প্রতিরক্ষাকে আরও পোক্ত করতে চলেছে এই যুদ্ধবিমান!

Friday, March 29 2024, 8:45 am
highlightKey Highlights

নিজের প্রথম উড়ানে সফল পুরোপুরি ভারতে তৈরি তেজস মার্ক ১এ যুদ্ধবিমান। কয়েক মাস আগেই এই মডেলের মোট ১৮০টি যুদ্ধবিমান কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে বরাত দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই মতো ভারতেই এই যুদ্ধবিমান তৈরির কাজে হাত লাগায় হ্যাল।


 সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত। হ্যালে নির্মিত তেজস এমকে১এ (Tejas Mk1a) সিরিজের বিমান প্রথমবার উড়ানে সাফল্য পেয়েছে। ২৮সে মার্চ বেঙ্গালুরুতে এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের প্রথম উড়ানে সাফল্য পেল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)। সামরিক ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার জন্য এটি একটি সুখবর। পুরোপুরি ভারতে তৈরি এই ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট (indian air force fighter jets) ভারতীয় বায়ুসেনাকে বিক্রি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই মডেলের ১০০টি যুদ্ধবিমান তৈরির বরাত পেয়েছে তারা। 

নিজের প্রথম উড়ানে সফল পুরোপুরি ভারতে তৈরি তেজস মার্ক ১এ যুদ্ধবিমান
নিজের প্রথম উড়ানে সফল পুরোপুরি ভারতে তৈরি তেজস মার্ক ১এ যুদ্ধবিমান

তেজস এমকে১এ-র বৈশিষ্ট :

Trending Updates

তেজস এমকে১এ (Tejas Mk1a) সিরিজের এই যুদ্ধবিমান একাধিক কৌশলে পারদর্শী। ফলে চিন, পাকিস্তানের বুক কাঁপিয়ে এই যুদ্ধবিমান দেশের প্রতিরক্ষাকে আরও পোক্ত করতে চলেছে। বিমানটি নির্মাণ করছে হিন্দুস্তান এয়রোনোটিক্স লিমিটেড বা হ্যাল। এই নয়া ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট (indian air force fighter jets) সিরিজের যুদ্ধবিমানে একাধিক সুবিধা রয়েছে। দৃশ্যমানতা ছাড়িয়েও মিসাইল নিক্ষেপ করতে সক্ষম এই নয়া যুদ্ধবিমান। এছাড়াও এমন বহু কৌশল রপ্ত করেছে তেজস। মনে করা হচ্ছে, এই সিরিজের তেজস যুদ্ধবিমান এবার ভারতীয় সেনার নির্ভরশীল অস্ত্র হিসাবে খুব শিগগিরই আসতে চলেছে। উল্লেখ, এদিকে এই এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানটি যে পুরোপুরি ভারতে তৈরি তাই নয়, এর প্রযুক্তিও দেশীয়। এবং যুদ্ধবিমান তৈরিতে ব্যহৃতি সরঞ্জামের ৬৫ শতাংশই দেশীয়। রাজস্থানে বিকানেরের পাশে নাল এয়ারবেসে এই মডেলের প্রথম যুদ্ধবিমানটিকে মোতায়েন করা হতে পারে বলে সম্প্রতি দাবি করা হয়েছিল ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্টে। এই বিমানঘাঁটি পাকিস্তান সীমান্তের খুবই কাছে।  

পুরোপুরি ভারতে তৈরি এই ফাইটার জেট ভারতীয় বায়ুসেনাকে বিক্রি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড
পুরোপুরি ভারতে তৈরি এই ফাইটার জেট ভারতীয় বায়ুসেনাকে বিক্রি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের আধিকারিকরা জানিয়েছেন, প্রথম উড়ানে এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানটি ১৫ মিনিট ধরে আকাশে ছিল। এরপর সাফল্যের সঙ্গে এটি রানওয়েতে অবতরণ করে। উল্লেখ্য, ৩১সে মার্চের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে এই মডেলের প্রথম যুদ্ধবিমান তুলে দেওয়ার কথা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের। তবে সময় ঘনিয়ে এলেও এই প্রোজেক্টের বেশ কিছু কাজ বাকি ছিল। তবে ডেডলাইন ঘনিয়ে আসতেই তেজস যুদ্ধবিমান (Tejas fighter jet) এর ওপর বিভিন্ন পরীক্ষা শুর করে দিয়েছিলেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ইঞ্জিনিয়াররা। অবশেষে সম্প্রতি এই প্রথম আকাশে উড়ল সম্পূর্ণভাবে ভারতে তৈরি এই যুদ্ধবিমান। এই আবহে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড চেষ্টা করছে যাতে প্রথম ডেলিভারিতে একটি যুদ্ধবিমানের সঙ্গে এই মডেলেরই একটি প্রশিক্ষণ বিমান বায়ুসেনার হাতে তুলে দেওয়া যায়।  

এই মডেলের ১৮০টি যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দেবে হ্যাল
এই মডেলের ১৮০টি যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দেবে হ্যাল

দেশের সরকারি সামরিক অস্ত্র নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকালসের সঙ্গে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ৪৮ হাজার কোটি টাকার চুক্তি করেছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। সেবার মোট ৮৩টি তেজস এমকে-১এ যুদ্ধবিমান কেনার জন্য এই চুক্তি করা হয়েছিল। সব মিলিয়ে এই মডেলের ১৮০টি যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দেবে হ্যাল। এরই মধ্যে ২০২৪ সালের মার্চেই বেঙ্গালুরুর আকাশে সফল উড়ান নিল এমকে-১এ সিরিজের তেজস যুদ্ধবিমান (Tejas fighter jet)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File