প্রতিরক্ষা

রোহিঙ্গা শরণার্থীদের উদ্বেগ বাড়ছে, বাংলাদেশের সীমান্তে গুলি চালালো মায়ানমার সেনাবাহিনী

রোহিঙ্গা শরণার্থীদের উদ্বেগ বাড়ছে, বাংলাদেশের সীমান্তে গুলি চালালো মায়ানমার সেনাবাহিনী
Key Highlights

ক্রমেই মায়ানমার সীমান্তে বাংলাদেশের পার্বত্যজেলা বান্দারবন এলাকায় বাড়ছে উত্তেজনা। সীমান্তে মায়ানমার সেনারা বাংলাদেশকে লক্ষ্য করে চালাচ্ছে গুলি।

মায়ানমার সেনারা বাংলাদেশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে বলে এমনটাই অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। যার ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ভুগতে শুরু করেছেন। অনেকেই সীমান্তে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয় ও পরিচিতদের বাড়িতে উঠেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মাায়ানমার সেনাবাহিনী নতুন করে রোহিঙ্গা পাচারের চেষ্টা করতে পারে।

মায়ানমার বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা

বান্দরবান প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা ঘুমধুমে বসবাসকারী প্রায় ৩০০ পরিবারকে আরও অভ্যন্তরীণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সীমান্ত এলাকার নো-ম্যানস ল্যান্ডেও প্রায় ৪,৫০০ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে। বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির রয়েছে। সেখানে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী বাস করেন। ২০১৭ সালে মায়ানমারের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করতে না পেরে রোহিঙ্গারা কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে আসে। কিছু রোহিঙ্গা ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে মাঝসমুদ্রে নৌকা ডুবে শরণার্থীদের সলিল সমাধি হয়।

সম্প্রতি বাংলাদেশ সীমান্তে মায়ানমার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত শুক্রবার মায়ানমারের দিক থেকে ছোড়া মর্টার সেল বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনায় বাংলাদেশের চার নাগরিক আহত হয়েছেন। চলতি মাসে বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, আন্তঃসীমান্ত গোলাগুলির মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন, টেকনাফের কাছে শিবিরে আশ্রয় নিতে।