Glenn Maxwell | ১৩ বছরের ODI কেরিয়ারের ইতি, অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল!
Monday, June 2 2025, 6:55 am
Key Highlights১৩ বছরের ODI কেরিয়ারের ইতি ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ অস্ট্রেলিয়ান ক্রিকেটে এক অধ্যায়ের। সোমবার ১৩ বছরের ODI কেরিয়ারের ইতি ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার বললেন, ‘এটাই সঠিক সময় আমার জায়গায় অন্য তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার।’ উল্লেখ্য, এই অজি ক্রিকেটার তাঁর দেশের হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন। করেছেন ৩৯৯০ রান। ২৩টি হাফ সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলের নামে। এছাড়া ৭৭টি উইকেটও তুলেছেন গ্লেন। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েল।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- অস্ট্রেলিয়ান
- অস্ট্রেলিয়া
- অবসর

