JEE 2025 | JEE Advanced পরীক্ষার ফলপ্রকাশ, শীর্ষস্থানে IIT দিল্লির রঞ্জিত, মেয়েদের মধ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা!
Monday, June 2 2025, 7:25 am
Key Highlightsচলতি বছর জেইই পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল IIT কানপুর।
প্রকাশ হলো ২০২৫ সালের জেইই অ্যাডভান্সড এর ফলাফল। কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, ৩৬০ নম্বরের মধ্যে ৩৩২ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছেন IIT দিল্লি জ়োনের রঞ্জিত গুপ্ত। সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে এবং IIT খড়্গপুর জোন থেকে প্রথম স্থানাধিকার করেছেন কাটোয়ার দেবদত্তা মাঝি। মোট ৩৬০ এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, ১৬ নম্বরে স্থান পেয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছর জেইই পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল IIT কানপুর।
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষার্থী
- শিক্ষা ব্যবস্থা
- পরীক্ষা
- আইআইটি

