Covid 19 | বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৮২! ছয় দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২০ গুণ!
Monday, June 2 2025, 8:16 am
Key Highlightsশনিবার পর্যন্ত দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৭৫৮ এ। এদিকে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্ত ২৮৭।
ফিরছে করোনা আতঙ্ক। শনিবার পর্যন্ত দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৭৫৮ এ। এদিকে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্ত ২৮৭। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছেন ৮২ জন। অথচ, ২৬ মে পর্যন্ত এই সংখ্যাটা ছিল মাত্র ১২। অর্থাৎ ছয় দিনের ব্যবধানে সংক্রমণ প্রায় ২০ গুণ বেড়েছে! এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দফতর সম্প্রতি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, গত দুই সপ্তাহে যেসব ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন, তাঁদের নমুনা সংগ্রহ করে পাঠাতে হবে জিন বিশ্লেষণের (জিনোম সিকোয়েন্সিং) জন্য।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- করোনা ভাইরাস
- করোনা সংক্রমণ
- করোনা-পরীক্ষা
- কোভিড ১৯ ইতিবাচক
- কোভিড পজিটিভ
- কোভিড ১৯
- করোনা পরিস্থিতি

