শিক্ষা ব্যবস্থা

Vidyasagar University | বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি প্রবণতা সেমিনার, অংশ নিল একাধিক প্রখ্যাত IT কোম্পানি!

Vidyasagar University | বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি প্রবণতা সেমিনার, অংশ নিল একাধিক প্রখ্যাত IT কোম্পানি!
Key Highlights

সম্প্রতি রাজ্যের স্বনামধন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের দিশা দেখাতে আয়োজন করা হয় এক বিশেষ সেমিনারের। প্রযুক্তি প্রবণতা ও সচেতনতা সংক্রান্ত এই সেমিনারে অংশগ্রহণ করেন প্রযুক্তির জগতের বিশিষ্ট সংস্থা- ইডিওসিস (Idiosys), এক্সেলা টেকনোলজিস সার্ভিস (Exela Technologies Services), ইনট্রুসেপ্ট ল্যাব (Intrucept), ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (NAB), ব্রাউজারস্কিল টেকনোলজিস (BrowseSkill) কোম্পানির বিশিষ্ট্য ব্যক্তিরা। সেমিনারের মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সরকারি কর্মকাণ্ডে ডিজিটাল অ্যাম্বাসেডরশিপ সম্পৃক্তকরণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।

ডিজিটাল যুগে আরও উন্নত হচ্ছে প্রযুক্তি। সেই সঙ্গে বেড়ে উঠছে এই বিষয় সংক্রান্ত পড়াশোনা করার সুযোগও। দেশ-রাজ্য তথা পশ্চিমবঙ্গের নানান বিশ্ববিদ্যালয়ে এই উন্নত প্রযুক্তি সংক্রান্ত শিক্ষালাভ করার সুযোগ বর্তমানে তৈরী হয়েছে। রাজ্যের এইধরণের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বিশেষভাবে উল্লেখ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। সম্প্রতি রাজ্যের স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের দিশা দেখাতে আয়োজন করা হয় এক বিশেষ সেমিনারের। প্রযুক্তি প্রবণতা ও সচেতনতা সংক্রান্ত এই সেমিনারে অংশগ্রহণ করেন ইডিওসিস টেক সংস্থার (Idiosys) প্রতিষ্ঠাতা, এক্সেলা টেকনোলজিস সার্ভিসেসের পরিচালক, ইনট্রুসেপ্ট ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও COO-সহ প্রযুক্তির জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

২১শে জুন,শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ অডিটোরিয়ামে প্রযুক্তি প্রবণতা ও সচেতনতা সংক্রান্ত এই সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত কুমার চক্রবর্তী (Vice-Chancellor Prof. Dr. Sushant Kumar Chakraborty)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসির ডাইরেক্টর অধ্যাপক ডঃ মধুমঙ্গল পাল, কম্পিউটার বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ বিশ্বপতি জানা এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকারা ও বিশ্ববিদ্যালয়ের অফিসের বিশিষ্ট্য ব্যক্তিরা। 

 এই সেমিনারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সরকারি কর্মকাণ্ডে ডিজিটাল অ্যাম্বাসেডরশিপ সম্পৃক্তকরণের পাশাপাশি পড়ুয়াদের ডিজিটাল পরিচিতি সংরক্ষণ, গঠনমূলক চিন্তা, শ্রদ্ধা ও সহমর্মিতাপূর্ণ আচরণ এবং সমালোচনা সম্পর্কে সচেতন থাকার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা। আর এই কর্মকলাপ সুষ্ঠভাবে, পেশাগতভাবে পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট্য কিছু ব্যক্তিত্বকে। এই সেমিনারে অতিথি হিসেবে ভার্চুয়ালি ও কার্যত উপস্থিত ছিলেন  চিরঞ্জিত নাথ ইডিওসিসের (Idiosys) প্রতিষ্ঠাতা, এক্সেলা টেকনোলজিস সার্ভিসেস (Exela Technologies Services)-এর যুক্তরাজ্য তথ্য নিরাপত্তার পরিচালক ইয়াথিরাজ রাও, অস্ট্রেলিয়া থেকে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (NAB)-এর সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট অভিজিৎ নায়ার, ইনট্রুসেপ্ট ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও COO  (Intrucept Lab) রামকৃষ্ণ রায় , থ্রেট ইন্টেলিজেন্স এক্সপার্ট এবং ব্রাউজারস্কিল টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা (BrowserSkill) বিবেকানন্দ রায়। এছাড়াও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে এবং ভার্চুয়ালিভাবে যোগদান করেন ৩০০-র বেশি শিক্ষার্থীরা।

এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি এবং ক্ষেত্রের সাম্প্রতিক প্রবণতাগুলির মতো ডোমেনগুলি সম্পর্কে আলোচনা এবং পড়ুয়াদের এই বিষয়ে শিক্ষা প্রদান করা ও দিশা দেখানোর জন্য সেমিনারে বক্তব্য পেশ করেন ইডিওসিসের প্রতিষ্ঠাতা চিরঞ্জিত নাথ, ইয়াথিরাজ রাও, অভিজিৎ নায়ার-সকল অতিথিরা। এমনকি শিক্ষাগত, পেশাগত সকল দিক থেকেও তাঁরা পড়ুয়াদের সাহায্য করেন।

দেখুন সেমিনারটির পুরো ভিডিও : https://www.youtube.com/live/bU5grvnEQB0

পশ্চিম মেদিনীপুর জেলার সদর মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) ভারতের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত একটি অনুমোদনকারী ও গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে উল্লেখ্য তাদের উন্নত শিক্ষাব্যবস্থার জন্য। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সর্বদা চেষ্টা করা হয় যাতে পড়ুয়ারা তাদের শিক্ষাক্ষেত্রে সকল দিক থেকেই পটু হয়ে ওঠে। যার জন্যই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের  ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ সেমিনার আয়োজন করা হয়। 


WB Flood | আরও অবনতি ঘাটাল, আরামবাগ, খানাকূলের পরিস্থিতি; বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল
WB Flood | বন্যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, ১০ জেলায় নজরদারি দায়িত্ব দেওয়া হল বিভিন্ন দফতরের প্রধান সচিবদের
Iran Supreme Leader Khamenei । ভারতে মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ ইরানের সুপ্রিমের, পালটা জবাব ভারতের
R G Kar | সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় রহস্য, উত্তরে 'প্রতারণা'র আভাস পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা
World Best Food Brand | বিশ্বের সেরা ফুড ব্র্যান্ডগুলির শীর্ষে আমূল, চতুর্থ স্থানে বাঙালি ব্যবসায়ীর তৈরী সংস্থা ব্রিটানিয়া
DRDO | ভারতের নৌসেনার জন্য সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে DRDO
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla