IPL 2023: ইডেনে উঠলো হলুদ ঝড়, মাহির মুখে অবসরের কথা! জানুন আইপিএলের খুঁটিনাটি

Monday, April 24 2023, 9:25 am
highlightKey Highlights

কেকেআর বনাম সিএসকে-র ম্যাচে ইডেনে অন্য রূপ। বেগুনির থেকে বেশি উড়লো হলুদ পতাকা। তবে কি এটাই মাহির ইডেনে শেষ ম্যাচ ছিল! ম্যাচ শেষে আবেগপূর্ণ মহেন্দ্র সিং ধোনি।


রবিবার ইডেনে কেকেআরকে (KKR) হারিয়ে আইপিএল (IPL) -এর শীর্ষে পৌঁছালো চেন্নাই সুপার কিংস (CSK)। ঘরের দলকে হারতে দেখেও হাসি মুখেই স্টেডিয়াম ছাড়লেন দর্শকরা। কারণ কলকাতা বনাম চেন্নাই ম্যাচের এদিন মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। যার ফলে ইডেনে দেখা গেল হলুদ পতাকার ঝড়ও। খেলা শেষে দর্শকদের মন এবং ম্যাচ- দুই-ই জিতে নিলেন ক্যাপ্টেন কুল। ম্যাচ শেষে কলকাতা নিয়ে আবেগপূর্ণ কথাও শোনা গেলো মাহির মুখে। 

ইডেনে মহেন্দ্র সিং ধোনি
ইডেনে মহেন্দ্র সিং ধোনি

প্রসঙ্গত, গত ২৩ শে এপ্রিল অর্থাৎ রবিবার, প্রায় তিন বছর পর ইডেনে পা রেখেছিলেন ধোনি। ২২ গজের সীমা পেরিয়ে আবেগ, ভালবাসা, শ্রদ্ধা ও অনুপ্রেরণা হয়ে উঠেছেন ক্যাপ্টেন কুল। যার ফলে রবিবার স্টেডিয়ামে দেখা গেলো দর্শকদের ভিড়, উল্লাস। ক্রিকেটের নন্দন কানন বেগুনির বদলে ছেয়ে গেল হলুদ পতাকার ঝড়ে। কেকেআর সমর্থকদেরও দেখা গেলো চেন্নাইয়ের জার্সি পরে "ধোনি ধোনি" চিৎকার করতে। 

Trending Updates
ইডেন ছেয়ে গেল হলুদ পতাকায় 
ইডেন ছেয়ে গেল হলুদ পতাকায় 

“আমি কলকাতায় অনেকটা সময় কাটিয়েছি। এখানে ফুটবল খেলতে এসেছি। পি সেন ট্রফি (P. Sen Memorial Trophy) খেলতে এসেছি। এখানকার মানুষ সেসব ভোলেননি। তাই এত ভালবাসা। আমারও কলকাতায় খেলতে এলে মনে হয় নিজের শহরে খেলছি। এত সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে পরের বার এই দর্শকদের অধিকাংশই কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। আসলে সকলে আমার জন্য একটা সুন্দর ফেয়ারওয়েলের ব্যবস্থা করতে চাইছেন। তাই সমস্ত দর্শককে ধন্যবাদ।” 

- মহেন্দ্র সিং ধোনি
ইডেনে ধোনি ভক্তদের সমর্থন
ইডেনে ধোনি ভক্তদের সমর্থন

উল্লেখ্য, চলতি সিজনে ৭ ম্যাচে খেলে এই মুহূর্তে ৫টি ম্যাচে জেতার সুবাদে একমাত্র দল হিসেবে সিএসকে-র পয়েন্ট ১০ এবং রান রেট +০.৬৬২। অন্যদিকে, ৪৯ রানের বড় ব্যবধানে হারের জেরে রান রেটের দিক থেকে বেশ কিছুটা ধাক্কা খেয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে কেকেআর। ৭ ম্যাচে মাত্র ২ টি খেলাতে জয়ের সুবাদে মাত্র ৪ পয়েন্ট ও ০.১৮৬ রান রেট নাইট ব্রিগেডের।

কেকেআর বনাম সিএসকে
কেকেআর বনাম সিএসকে

পাশাপাশি, রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৮ পয়েন্টে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। উল্লেখ্য, পরপর দুটো ম্যাচে হারলেও এখনও লিগ তালিকার দুই নম্বরেই স্থান রয়েছে রাজস্থানের। এদিন অর্থাৎ ২৪-এ এপ্রিল সন্ধে ৭.৩০ টার সময় খেলার মাঠে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) । 

আইপিএল ২০২৩ এর টিম ক্যাপ্টেনরা
আইপিএল ২০২৩ এর টিম ক্যাপ্টেনরা

এখনও পর্যন্ত আইপিলের পয়েন্ট তালিকায় প্রথমে রয়েছে চেন্নাই সুপার কিংস, দ্বিতীয়তে রয়েছে  রাজস্থান রয়্যালস, তিন নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Supergiants)। গুজরাত টাইটান্স (Gujrat Titans), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস (Punjab Kings) রয়েছে যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে।  সাত নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালস রয়েছে অষ্টম, নবম এবং দশম স্থানে।  

আইপিএল ২০২৩ এর ট্রফি
আইপিএল ২০২৩ এর ট্রফি

স্টেডিয়ামে গিয়ে হোক কিংবা টেলিভিশন বা স্মার্ট ফোন, সন্ধ্যে হতেই স্ক্রিনের মুখোমুখি ক্রিকেট প্রেমীরা। প্রতিদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এক ধাপ করে অন্তিম ম্যাচের দিকে এগিয়ে চলেছে এক একটি দল। তবে ২০২৩ সালের আইপিএল-এর সিংহাসনে  কে বসবে তা দেখার অপেক্ষায় গোটা ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File