ফের স্বাস্থ্যের অবনতি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের, রাখা হয়েছে ভেন্টিলেশনে

Sunday, July 3 2022, 1:13 pm
highlightKey Highlights

শরীরে দেখা গিয়েছে ইনফেকশন, স্বাস্থ্যের অবনতি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের। তাঁকে ভেন্টিলশনে দেওয়া হয়েছে, এসএসকেএম হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।


বর্ষীয়ান পরিচালকের চিকিৎসার দায়িত্বে রয়েছেন চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের মতো বিশিষ্ট চিকিৎসকরা। 

গত ২১শে জুন জানা গিয়েছিল কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ‘দাদার কীর্তি’র স্রষ্টা। ৯১ বছর বয়সী এই পরিচালক দীর্ঘ দু-দশক ধরে কিডনির সমস্যায় ভুগছেন। কিডনির সমস্যা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তরুণ মজুমদারের অসুস্থতার খবরে উদ্বিগ্ন টলিপাড়া। 

চিকিৎসকরা জানাচ্ছেন, হঠাৎ করেই সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালকের স্বাস্থ্যের আচমকা অবনতি হয়। ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছিলেন নবতিপর পরিবার। গত শুক্রবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর অবস্থা স্থিতিশীল, দ্রুত সুস্থ হচ্ছেন তরুণবাবু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File